সারদা থেকে সিঙ্গাপুর সফর, মুখ্যমন্ত্রীকে বিঁধলেন রাহুল সিংহ

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উন্মোচনের এক অনুষ্ঠানে এসে রবিবার উলুবেড়িয়ায় সারদা কেলেঙ্কারি থেকে সিঙ্গাপুর সফর, সব বিষয়েই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪১
Share:

রাহুল সিংহ। উলুবেড়িয়ায়।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উন্মোচনের এক অনুষ্ঠানে এসে রবিবার উলুবেড়িয়ায় সারদা কেলেঙ্কারি থেকে সিঙ্গাপুর সফর, সব বিষয়েই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ।

Advertisement

এ দিন উলুবেড়িয়ার করাতবেড়িয়ায় বিজেপির তফসিলি মোর্চার উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও স্থানীয় শিক্ষক ও দলীয় নেতা অরুণ প্রামাণিকের আবক্ষ মূর্তির উন্মোচন অনুষ্ঠান ছিল। সেখানে বক্তব্য পেশ করতে গিয়ে বিজেপি-র রাজ্য সভাপতি সরাসরি তৃণমূলকে হুঁশিয়ারি দেন। বিভিন্ন জেলায় বিজেপি-র নেতা-কর্মীদের উপরে তৃণমূলের হামলার প্রসঙ্গে তিনি বলেন, “বিজেপিকে রুখতে আমাদের কর্মীদের উপরে আক্রমণ করা হচ্ছে। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। কিন্তু প্রতিহত করতে পারি।” সারদা কেলেঙ্কারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিজেপি সভাপতির মন্তব্য, “মা সরদার নামকে কলঙ্কিত করছে তৃণমূল।” সম্প্রতি শিল্প টানতে মুখ্যমন্ত্রীর সদলবলে সিঙ্গাপুর সফর নিয়েও কটাক্ষ করেন রাহুলবাবু। তাঁর কথায়, “রাজ্যে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থায় গরিবের টাকা নিয়ে শিল্পের নাম করে সিঙ্গাপুরে যাওয়ার দরকার ছিল কি? আগে রাজ্য শিল্পে এক নম্বরে ছিল, এখন সতেরো নম্বরে। রাজ্যে শিল্প বন্ধ হচ্ছে, আর উনি বাইরে শিল্প ধরতে যাচ্ছেন।”

বিজেপি সম্পর্কে সংখ্যালঘুর মনোভাব প্রসঙ্গে বিজেপি সভাপতি বলেন, “সংখ্যালক্ষুদের ভুল বোঝানো হচ্ছিল। কংগ্রেস, সিপিএম, তৃণমূল বলেছিল বিজেপি ক্ষমতায় এলে মসজিদে, তালা পড়বে, নমাজ পড়া বন্ধ হবে। কিন্তু কিছুই হয়নি। আমরা বোরখা পরে, হিজাব পরে মঞ্চে উঠে মুখ্যমন্ত্রীর মতো নাটক করি না। সব ধর্মকেই সম্মান করি।” রাহুলবাবু আরও বলেন, “নেহরু, গাঁধীর পরিবার শ্যামাপ্রসাদ-সহ অন্যান্য নেতার অবদান ম্লান করে দিতে চেষ্টা করেছিল। কিন্তু পারেনি।” শ্যামাপ্রসাদের আদর্শকে সামনে রেখে এগিয়ে চলার জন্য দলীয় কর্মীদের কাছে আবেদন করেন রাহুলবাবু। ছবি: সুব্রত জানা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement