খেলার টুকরো খবর

ভাল মানের মাঠ নেই। নেই উপযুক্ত পরিকাঠামো। তা সত্ত্বেও হুগলির জাঙ্গিপাড়ায় বিপুল উত্‌সাহে ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। জাঙ্গিপাড়া স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং জাঙ্গিপাড়া স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় ওই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সোমনগর উচ্চ বিদ্যালয়।

Advertisement
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৪ ০০:৫৬
Share:

চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে। —নিজস্ব চিত্র।

বেহাল মাঠেও ফুটবল জমে উঠল জাঙ্গিপাড়ায়

Advertisement

ভাল মানের মাঠ নেই। নেই উপযুক্ত পরিকাঠামো। তা সত্ত্বেও হুগলির জাঙ্গিপাড়ায় বিপুল উত্‌সাহে ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। জাঙ্গিপাড়া স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং জাঙ্গিপাড়া স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় ওই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সোমনগর উচ্চ বিদ্যালয়। বড়দের বিভাগে জয়ী সীতাপুর টাইগার ক্লাব। গত ৬ ডিসেম্বর থেকে ওই প্রতিযোগিতা হয় জাঙ্গিপাড়া স্কুল মাঠে। উদ্যোক্তারা জানান, অনূর্ধ্ব ১৪ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৮টি স্কুল। বড়দের বিভাগের খেলা হয় ১২টি ক্লাবকে নিয়ে। প্রতিটি খেলা দেখতেই মাঠ ভরে যায়। রবিবার ছোটদের ফাইনালে সোমনগর উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হয় প্রসাদপুর উচ্চ বিদ্যালয়। সোমনগর জেতে ১-০ গোলে। বড়দের ফাইনালে সীতাপুর টাইগার ক্লাব ৩-১ গোলে হারায় মাকড়দহ কোচিং সেন্টারকে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়দানের প্রাক্তন ফুটবলার সমীর মুখোপাধ্যায়, জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী প্রমুখ।

উদ্যোক্তারা জানান, এক সময় জাঙ্গিপাড়ায় ভাল ফুটবল প্রতিযোগিতা হলেও মাঝে বহু বছর তা কার্যত বন্ধ ছিল। কয়েক বছর ধরে স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফের তা হচ্ছে। দর্শকের উপস্থিতিই বলে দিচ্ছে, পুরনো উন্মাদনাও ফিরে আসছে। জাঙ্গিপাড়া স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তথা প্রাক্তন ফিফা রেফারি সাগর সেন বলেন, ‘‘আমাদের হিসেবে ফাইনালে হাজার আটেক লোক এসেছিলেন। কিন্তু মাঠের যা দশা, তাতে সংস্কার না হলে এর পরে প্রতিযোগিতার আয়োজনে সমস্যা হবে।” ওই সংগঠন সূত্রের খবর, মাঠ সংস্কারের জন্য বিভিন্ন জায়গায় দরবার করলেও তেমন ফল হয়নি। মাঠ সংস্কারের ব্যাপারে চেষ্টা করার আশ্বাস দেন বিধায়ক স্নেহাশিসবাবু।

Advertisement

সম্প্রীতি কাপ ফুটবল আরামবাগে

হুগলি জেলা পুলিশের পরিকল্পনায় এবং আরামবাগ থানার উদ্যোগে এলাকার ক্লাবগুলিকে নিয়ে প্রাথমিক পর্যায়ের ‘সম্প্রীতি কাপ’ ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল বুধবার। স্থানীয় বসন্তপুর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সংলগ্ন মাঠে ৮ দলের এই প্রতিযোগিতায় কাবলে একাদশ ২-০ গোলে বসন্তপুর বিনয়-বাদল-দীনেশ সঙ্ঘকে পরাজিত করে। গোল দু’টি করেন সুরজিত্‌ হাঁসদা এবং তন্ময় সাঁতরা। এর পর চূড়ান্ত পর্বের খেলায় মহকুমার চারটি থানা আয়োজিত সম্প্রীতি কাপের চ্যাম্পিয়ন দলগুলির প্রতিযোগিতা হবে। সেই দিন এখনও চুড়ান্ত হয়নি বলে জানান আরামবাগ থানার আইসি অলোকরঞ্জন মুন্সি।

পাওয়ার বল প্রতিযোগিতা

হাওড়ার শ্যামপুরের চাঁপারাগ সেবাদলের পরিচালনায় বৃহস্পতিবার থেকে শুরু হল রাজীব গাঁধী গোল্ড কাপ পাওয়ার বল প্রতিযোগিতা। ১৬টি দলের নক-আউট পর্যায়ের এই প্রতিযোগিতায় এ দিন ‘এ’ গ্রুপের ৮টি দলের খেলা হয়। সেই খেলায় মোহনপুর ইয়ংস্টার ক্লাব এবং ছ’আনি রাজ এন্টারপ্রাইজ সেমিফাইনালে উঠেছে। প্রথম কোয়ার্টার ফাইনালে মোহনপুর ইয়ংস্টার ক্লাব গোয়ালবেড়িয়া সবুজ সঙ্ঘকে ২-১ গোলে পরাজিত করে। দ্বিতীয় সেমিফাইনালে ছ’আনি রাজ এন্টারপ্রাইজ মেটিয়াবুরুজ ইয়ংস্টারকে ৫-০ গোলে হারায়। আজ, শুক্রবার ‘বি’ গ্রুপের ৮টি দলের খেলা হবে। ফাইনাল আগামী শনিবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement