খেলার টুকরো খবর

জেলা স্তরের ফুটবল কোচদের প্রশিক্ষণ শিবিরের আয়োজনে যৌথ ভাবে এগিয়ে এল ফিফা এবং এআইএফএফ। হাওড়ার পাঁচলার গঙ্গাধরপুর জ্ঞানানন্দ ফুটবল অ্যাকাডেমির মাঠে তিন দিনের এই প্রশিক্ষণ শিবির শুরু হয় ২৭ ফেব্রুয়ারি। ব্যবস্থাপনায় ছিল আইএফএ। শিবিরে যোগ দিয়েছিলেন রাজ্যের বিভিন্ন জেলার ‘সি’ এবং ‘ডি’ লাইসেন্সপ্রাপ্ত ৪০ জন ফুটবল প্রশিক্ষক।

Advertisement
শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৫ ০১:১৮
Share:

ফুটবল কোচদের প্রশিক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা • পাঁচলা

Advertisement

জেলা স্তরের ফুটবল কোচদের প্রশিক্ষণ শিবিরের আয়োজনে যৌথ ভাবে এগিয়ে এল ফিফা এবং এআইএফএফ। হাওড়ার পাঁচলার গঙ্গাধরপুর জ্ঞানানন্দ ফুটবল অ্যাকাডেমির মাঠে তিন দিনের এই প্রশিক্ষণ শিবির শুরু হয় ২৭ ফেব্রুয়ারি। ব্যবস্থাপনায় ছিল আইএফএ। শিবিরে যোগ দিয়েছিলেন রাজ্যের বিভিন্ন জেলার ‘সি’ এবং ‘ডি’ লাইসেন্সপ্রাপ্ত ৪০ জন ফুটবল প্রশিক্ষক। জানুয়ারি মাসে এক প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে তাঁদের বেছে নেওয়া হয়। এআইএফএফ-এর প্রতিনিধি অঞ্জু পদ্মাতকর ওই প্রশিক্ষণ দেন। গঙ্গাধরপুর জ্ঞানানন্দ ফুটবল অ্যাকাদেমিতে ৬-১২ বছর বয়সী ক্ষুদে ফুটবলাররা রয়েছে। তারা এখানে যেমন ফুটবল প্রশিক্ষণ নিচ্ছে, তেমনই পড়াশোনাও করছে। কোচদের প্রশিক্ষণে ওই ক্ষুদে ফুটবলারদেরও সামিল করা হয়। কেমন প্রশিক্ষণ তাঁরা নিয়েছেন, তা কোচেরা ঝালিয়ে নেন এই সব ক্ষুদে ফুটবলারদের উপরে প্রয়োগ করে। অঞ্জুদেবী বলেন, “প্রশিক্ষণ পাওয়ার পরে এই সব কোচেরা নিজেদের জেলায় এই প্রশিক্ষণের ধরন চালু করবেন। এতে দেশে ফুটবলের মান উন্নত হবে।” জ্ঞানানন্দ ফুটবল অ্যাকাডেমির পক্ষে সন্তোষ দাস, শঙ্কর খাঁড়ারা বলেন, “এমন শিবির এখানে প্রথম হল। আমরা সব দিক দিয়ে উদ্যোগকে সফল করতে সহায়তার হাত বাড়িয়ে দিই।”

Advertisement

স্কুল ক্রিকেটে জয়ীশ্রী শিক্ষানিকেতন
নিজস্ব সংবাদদাতা • চন্দননগর

স্কুলভিত্তিক অনূর্ধ-১৫ ক্রিকেট প্রতিযোগিতা হয়ে গেল চন্দননগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে। এক মাস ব্যাপী ওই প্রতিযোগিতায় যোগদান করে চন্দননগর স্পোর্টস জেলার ১০টি বিদ্যালয়। চ্যাম্পিয়ন হয়েছে শ্রী শিক্ষানিকেতন। রানার্স তেলেনিপাড়া উচ্চ বিদ্যালয়। শহিদ কানাইলাল ক্রীড়াঙ্গনে ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে তেলেনিপাড়ার স্কুলটি। শ্রী শিক্ষানিকেতনের বোলারদের দাপটে নির্ধারিত ৪০ ওভার কাটাতে পারেনি তারা। ২৮ ওভারে মাত্র ৯৬ রানে অল আউট হয়ে যায়। জবাবে ১৭ ওভারেই কোনও উইকেট না হারিয়ে জয়ের রান তুলে নেয় শ্রী শিক্ষানিকেতন। তাদের নবাব সাহাবুদ্দিন ব্যাটে-বলে সফল। বল হাতে ৬ উইকেট নেয় সে। ব্যাটে করে ৩০ রান। সাহাবুদ্দিনই ম্যান অব দ্য ফাইনাল হন। চ্যাম্পিয়ন দলকে রথিন খাঁ মেমোরিয়াল ট্রফি দেওয়া হয়। রানার্স দল পেয়েছে ব্রজেন খাঁ মেমোরিয়াল ট্রফি। ফাইনালে অতিথি ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী-সহ অন্যরা।

চককাশীতে জয়ী কাজিরচড়া বিবেকানন্দ
নিজস্ব সংবাদদাতা • বাউড়িয়া

হাওড়ার বাউড়িয়ার চককাশীতে ঐকতান ক্লাবের উদ্যোগে বিশ্বজিত্‌ সমাদ্দার স্মৃতি চ্যালেঞ্জ কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হল কাজিরচড়া বিবেকানন্দ ক্লাব। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার আটটি দল টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনালে ওঠে কাজিরচড়া বিবেকানন্দ ক্লাব ও কলকাতার বেহালা যুবক সঙঘ। গত ২২ ফেব্রুয়ারি চককাশী লরেন্স ফুটবল ময়দানে ফাইনালে ১-০ গোলে জয়ী হয় কাজিরচড়া বিবেকানন্দ। ম্যান অব দ্য ম্যাচ হন জয়ী দলের খেলোয়াড় কৃষ্ণেন্দু কোলে। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন ওই ক্লাবেরই খেলোয়াড় সইদ আলি। সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলকিপারের পুরস্কার পান যথাক্রমে রাহুল দোয়ারি ও বিক্রম পাল। দু’জনেই বিবেকানন্দ ক্লাবের খেলোয়াড়। খেলা পরিচলনা করেন শৈলেন পান।

জিতল মাজুর ক্লাব
নিজস্ব সংবাদদাতা • জগত্‌বল্লভপুর

জগত্‌বল্লভপুরের মাজু সবুজ সঙ্ঘ ও ক্ষুদিরাম স্মৃতি সঙ্ঘের যৌথ উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। মন্মথনাথ মণ্ডল, মলিনা মণ্ডল এবং লাল্টু মণ্ডল স্মৃতি ফরগুড গোল্ডকাপ নামে ওই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে মাজু মারঘুরালি মা মনসা ক্লাব। হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরের ৮টি দলকে নিয়ে খেলা হয়। ফাইনালে মা মনসা ক্লাবের মুখোমুখি হয় মাজু চোংঘুরালি তারা মা সঙ্ঘ। মা মনসা ক্লাব ১-০ গোলে জেতে। ম্যান অব দ্য ফাইনাল হন বিজয়ী দলের গোপাল চট্টোপাধ্যায়। প্রতিযোগিতার সেরা হন তারা মা সঙ্ঘের শেখ সেলিম। মাঠে ছিলেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার গৌতম সরকার, বিকাশ পাঁজি প্রমুখ।

স্কুলক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • উদয়নারায়ণপুর

উদয়নারায়ণপুর সোনাতলা লাল বাহাদুর শাস্ত্রী কলেজিয়েট স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল সোনাতলা গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মাঠে। ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, ইন্টেলিজেন্স গেম, চামচ-গুলি দৌড়, মিউজিক্যাল চেয়ার, বাস্কেটবল ইত্যাদি ১২টি ইভেন্টে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement