শ্রমিকদের বেতনের টাকা নিয়ে মোটরবাইকে চেপে প্লাস্টিকের বালতি তৈরির কারখানায় ফিরছিলেন ক্যাশিয়ার-সহ তিন কর্মী। রাস্তায় বাইক আটকে ক্যাশিয়ারকে গুলি করে টাকা ছিনিয়ে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে হুগলির ভদ্রেশ্বরের দীর্ঘাঙ্গী মোড়ের কাছে দিল্লি রোডে। গুলিবিদ্ধ ক্যাশিয়ার অর্জুন সিংহকে কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কারখানার এক কর্মীকে আটক করেছে পুলিশ।
এসডিপিও (চন্দননগর) দীনেশ কুমার বলেন, “তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।” পুলিশের ধারণা, অর্জুনবাবুরা যে ওই পথ দিয়ে ফিরবেন, দুষ্কৃতীদের কাছে আগেভাগে সেই খবর ছিল।
কারখানাটি দীর্ঘাঙ্গী মোড়ের কাছেই দিল্লি রোডের ধারে। পুলিশ ও কারখানা সূত্রের খবর, এ দিন কলকাতায় সংস্থার প্রধান কার্যালয় থেকে শ্রমিকদের বেতনের সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে ফিরছিলেন ওই তিন জন। হাওড়া থেকে ট্রেনে চেপে তাঁরা শেওড়াফুলিতে নামেন। তার পরে বাইকে চাপেন। কারখানার অদূরেই একটি মোটরবাইকে চেপে তিন দুষ্কৃতী তাঁদের পথ আগলে দাঁড়ান। টাকাভর্তি ব্যাগটি ছিল ক্যাশিয়ার ক্যাশিয়ার অর্জুন সিংহের কাছে। তিনি দুষ্কৃতীদের ব্যাগটি দিতে অস্বীকার করেন। অভিযোগ, তখনই এক দুষ্কৃতী তাঁকে গুলি করে। তাঁর পিঠে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। দুষ্কৃতীরা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালায়। গুলিশ শব্দে এবং অর্জুনবাবুদের চিত্কারে লোক জড়ো হয়ে যায়। কারখানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। জখম অর্জুনবাবুকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।
হুগলির অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল) জয়িতা বসু, এসডিপিও (চন্দননগর) দীনেশ কুমার তদন্তে আসেন। তদন্তকারী অফিসাররা জানান, অর্জুনের সঙ্গী স্বপন চক্রবতর্ীর্কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।