উলুবেড়িয়ায় নাটক ও আলোচনা
সোমবার ১ ডিসেম্বর উলুবেড়িয়া রবীন্দ্রভবনে মঞ্চস্থ হবে সান্নিধ্য সংস্থার নাটক ‘গোপালের স্বর্গলাভ’। এ ছাড়াও থাকছে নাটক নিয়ে আলোচনা চক্র। তাতে অংশ নেবেন নাট্যকার বিপ্লবকেতন চক্রবর্তী। চন্দন সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, অশোক ঘোষ, সাহিত্যিক আফসার আহমেদ। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়।
থ্যালাসেমিয়া শিবির আমতায়
আমতার বালিচকের বাগুয়া হাইস্কুলের উদ্যোগে সম্প্রতি থ্যালাসমিয়া নিয়ে এক সচেতনতা শিবির হয়ে গেল স্কুলপ্রাঙ্গণে। শিবিরে থ্যালাসেমিয়া পরীক্ষা ও এ ব্যাপারে সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন হাওড়া জেলা হাসপাতাল ও আমতা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের চিকিত্সকেরা। শিবিরে শতাধিক মানুষের থ্যালাসেমিয়া পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন আমতা-১ এর বিডিও গৌতম দত্ত, জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি কর্মাধ্যক্ষ প্রমুখ।
চন্দননগরে প্রদর্শনী
পাঁচ দিনের এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে চন্দননগরের ফরাসি মিউজিয়ামের সভাগৃহে। চন্দননগরের তুলিকা অঙ্কন শিক্ষাকেন্দ্রের উদ্যোগে গত ২৭ নভেম্বর ওই প্রদর্শনী শুরু হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী এবং মেয়র ইন কাউন্সিল শুভেন্দু মুখোপাধ্যায়। আজ প্রদর্শনীর শেষ দিন। প্রদর্শনীতে ১০ থেকে ২০ বছর বয়সী শিল্পীদের ২০টি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে।