খেলার মাঠে

অঙ্কুরহাটিতে গোল্ড কাপ জিতল যুগান্তর

মরহুম হাজি সোলেমান মোল্লা এবং মোস্তাক আলি মোল্লা স্মৃতি গোল্ড কাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ডোমজুড় যুগান্তর ব্যায়াম সমিতি। মঙ্গলবার নৈশালোকে আয়োজিত জমজমাট ফাইনালে তারা গড়বাগান ফুটবল ক্লাবকে টাইব্রেকারে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। উপস্থিত ছিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, অভিনেতা রুদ্রনীল ঘোষ, বাংলাদেশের সাংসদ গোলাম দস্তাগীর-সহ ডোমজুড় ব্লক ও থানা প্রশাসনের একাধিক কর্তা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডোমজুড় শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৬ ০০:৩১
Share:

পিএজে মাঠে মঙ্গলবারের গোল্ড কাপ ফাইনাল। নিজস্ব চিত্র ।

মরহুম হাজি সোলেমান মোল্লা এবং মোস্তাক আলি মোল্লা স্মৃতি গোল্ড কাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ডোমজুড় যুগান্তর ব্যায়াম সমিতি। মঙ্গলবার নৈশালোকে আয়োজিত জমজমাট ফাইনালে তারা গড়বাগান ফুটবল ক্লাবকে টাইব্রেকারে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। উপস্থিত ছিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, অভিনেতা রুদ্রনীল ঘোষ, বাংলাদেশের সাংসদ গোলাম দস্তাগীর-সহ ডোমজুড় ব্লক ও থানা প্রশাসনের একাধিক কর্তা। প্রতিযোগিতাটি শুরু হয়েছিল ৩০ নভেম্বর। আয়োজক ছিল অঙ্কুরহাটি পিএজে ক্লাব। সব কটি খেলাই হয় আয়োজক ক্লাবের মাঠে। ফাইনালে মাঠ উপচে পড়েছিল দর্শকের ভিড়ে। আয়োজকদের পক্ষে স্থানীয় পঞ্চায়েত প্রধান মমতাজ আলি মোল্লা বলেন, ‘‘ফাইনালের দিন মাঠে প্রায় ১৫ হাজার লোক হয়েছিল। বাংলাদেশের সাংসদ আমাদের কথা দিয়েছেন যে পরের বছর বাংলাদেশ থেকে দল নিয়ে আসবেন।’’ পরের বছর প্রতিযোগিতা শুরু ২৮ নভেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement