সাক্ষী উপস্থিত না থাকায় মঙ্গলবার আমতা আদালতে মুক্তিরচক গণধর্ষণ মামলার শুনানি হল না। মাস চারেক বাদে ফের শুরু হওয়া মামলার শুনানিতে এ দিন সাক্ষ্য দেওয়ার কথা ছিল উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক শ্যামল বেরার। কিন্তু তিনি না আসায় বিচারক পার্থপ্রতিম সেনগুপ্ত শুনানি মুলতুবি করে দেন। ওই হাসপাতালে নির্যাতিতাদের চিকিৎসার জন্য তৈরি মেডিক্যাল বোর্ডের সদস্য ছিলেন শ্যামলবাবু। মামলার সরকারি আইনজীবী সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, বিশেষ কাজ থাকায় শ্যামলবাবু এ দিন আসতে পারেননি। আজ, বুধবার তাঁর সাক্ষ্যগ্রহণ করা হবে। ১৯ জানুয়ারি পর্যন্ত মামলাটির শুনানির দিন রয়েছে। ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি রাতে আমতার মুক্তিরচকের বাসিন্দা, সিপিএম সমর্থক এক গৃহবধূ এবং তাঁর জেঠশাশুড়িকে গণধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা বরুণ মাকাল, রঞ্জিত মণ্ডল-সহ ১০ জনের বিরুদ্ধে। সকলকেই গ্রেফতার করে পুলিশ।