মুসলিম তীর্থ ফুরফুরা শরিফের উন্নয়ন নিয়ে পর্যটনমন্ত্রী গৌতম দেবের কাছে ক্ষোভ প্রকাশ করলেন সেখানকার পিরজাদা ত্বহা সিদ্দিকি। মুখ্যমন্ত্রীকে অন্ধকারেই রেখে আমলারা কাজ করছেন বলে তাঁর অভিযোগ।
বুধবার সন্ধ্যায় মন্ত্রী ফুরফুরা শরিফ পরিদর্শনে আসেন। ত্বহার সঙ্গে তাঁর আলোচনা হয়। ত্বহা দাবি করেন, পর্যটনকেন্দ্র হিসেবে ফুরফুরা শরিফের কাগজপত্র ঠিক আছে বলে তাঁর মনে হয়নি। তাঁর কথায়, ‘‘উজলপুকুর থেকে তালতলা হাট পর্যন্ত দু’কিলোমিটার রাস্তার ত্রিফলা আলো আড়াই বছর বন্ধ। দক্ষিণডিহি পর্যন্ত ত্রিফলার কিছু জ্বলে, কিছু জ্বলে না। মুসাফিরখানা এত দূরে করা হয়েছে, কেউ থাকতে
চাইবে না।’’
ত্বহার অভিযোগ, ‘‘পর্যটন কেন্দ্রের কোনও কাজ হয়নি। নিকাশি ব্যবস্থা নেই। পুকুর বেহাল। ক’টা আলো জ্বালিয়ে উন্নয়নের কথা বলা হচ্ছে। ভাঁওতা দেওয়া হয়েছে।’’ ফাল্গুন মাসের ‘ইসালে সওয়াব’ পরবে রাজ্য সরকার প্রয়োজনের তুলনায় অনেক কম টাকা খরচ করে বলে তিনি অনুযোগ করেন। তাঁর দাবি, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রেখে, বিভ্রান্ত করে এ সব চলছে। আমলারা এটা করছেন। মুখ্যমন্ত্রীকে বোঝানো হচ্ছে, এখানে বিরাট উন্নয়ন হচ্ছে। মুখ্যমন্ত্রী সব খোঁজ নিয়ে নিজের প্রতিশ্রুতি, বিবৃতি অনুযায়ী কাজ করুন। শুধু বিবৃতি দেবেন, এটা মেনে নেওয়া যাবে না।’’ পরে ত্বহা বলেন, ‘‘মন্ত্রীকে সব বলেছি। উনি উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।’’
মন্ত্রী জানান, উন্নয়ন নিয়ে ত্বহার সঙ্গে তাঁর বিস্তারিত কথা হয়েছে। তিনি বিষয়টি নিয়ে হুগলির জেলাশাসকের সঙ্গে আলোচনা করবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন।