কলেজে উত্তেজনা। নিজস্ব চিত্র।
অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে টিএমসিপির দুই গোষ্ঠীর দ্বন্দ্বে তালা ঝুলল কলেজে। তালাবন্ধ হলেন শিক্ষকেরা। পরিস্থিতি সামাল দিতে ডাকতে হল পুলিশকে। বুধবার এমনই ঘটনা ঘটেছে শ্রীরামপুর কলেজে। অধ্যক্ষ ভ্যানস্যাংগ্লুরা বলেন, ‘‘দু’দল ছাত্র একমত হতে পারছে না। ওরা একমত হলেই সমস্যা থাকবে না। আমরা তো চাই উৎসব হোক।’’
কলেজ সূত্রের খবর, চলতি মাসেই অনুষ্ঠানের আয়োজন চলছিল। সম্প্রতি ছাত্র সংসদের সাধারণ সম্পাদক চিঠি দিয়ে দিন পিছনোর অনুরোধ করেন। মঙ্গলবার বিষয়টি নিয়ে বৈঠক ডাকা হলেও অসুস্থতার কারণ দেখিয়ে সাধারণ সম্পাদক আসেননি। এর মধ্যেই টিএমসিপির অপর এক নেতার গোষ্ঠীর ছাত্রছাত্রীরা দাবি জানায়, তাঁদের হাতে অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব দিতে হবে। এই দাবিতে কয়েক জন শিক্ষককে রাত পর্যন্ত আটকে রাখা হয় বলে অভিযোগ। শ্রীরামপুর পুরসভার একাধিক তৃণমূল কাউন্সিলরও কলেজে আসেন। কলেজ কর্তৃপক্ষ অবশ্য তাঁদের সঙ্গে কথা বলেননি।
বুধবার দুপুরে অনুষ্ঠান নিয়ে জরুরি বৈঠকে বসে কলেজ শিক্ষক সমিতি। অভিযোগ, সেই সময়ে এক দল ছাত্রছাত্রী কলেজ ভবন, পাশের স্টাফরুম এবং কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীরা আটকে পড়েন। বিদ্যুতের তার ছিড়ে দেওয়া হয়। বিকেলে সাড়ে ৪টে নাগাদ কোনও ভাবে স্টাফরুমের তালা খুলে শিক্ষকেরা বাইরে বেরিয়ে আসেন। শেষ পর্যন্ত আন্দোলনকারী এক ছাত্রকে দিয়ে কলেজে ঢোকার গেটের তালা ভাঙা হয়। কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি ভাস্কর চৌধুরীর ক্ষোভ, ‘‘দু’দল ছাত্রের মধ্যে গোলমালে শিক্ষকদের হেনস্থা করা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক।’’ আন্দোলনকারী টিএমসিপি নেতা বিকাশ সিংহ বলেন, ‘‘ছাত্র সংসদ আর কলেজ কর্তৃপক্ষ মিলে অনুষ্ঠান করতে চাইছেন না।’’ টিএমসিপি নেতা গৌরব চক্রবর্তী বলেন, ‘‘কলেজের আর্থিক পরিস্থিতি ভাল নয়। তাই অনুষ্ঠান পিছনো হোক। কিন্তু কিছু ছাত্রছাত্রী টিএমসিপির নাম ভাঙিয়ে অন্যায় আন্দোলন করছেন।’’