খানাকুলে ফের ঘরছাড়া ১৬ সিপিএম কর্মী

সপ্তাহ খানেক ধরে খানাকুলের ঘোষপুরের ঘরছাড়া জনা দশেক সিপিএম কর্মী বিচ্ছিন্ন ভাবে ফিরছিলেন। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতে হামলা চালিয়ে ওই দশ জন-সহ মোট ১৬ জন সিপিএম কর্মীকে ফের ঘরছাড়া করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গোলমালের খবর শুনে রাতে ঘটনাস্থলে পুলিশ যায়। তবে, মঙ্গলবার রাত পর্যন্ত থানায় কোনও অভিযোগ হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খানাকুল শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ০১:৫৭
Share:

সপ্তাহ খানেক ধরে খানাকুলের ঘোষপুরের ঘরছাড়া জনা দশেক সিপিএম কর্মী বিচ্ছিন্ন ভাবে ফিরছিলেন। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতে হামলা চালিয়ে ওই দশ জন-সহ মোট ১৬ জন সিপিএম কর্মীকে ফের ঘরছাড়া করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গোলমালের খবর শুনে রাতে ঘটনাস্থলে পুলিশ যায়। তবে, মঙ্গলবার রাত পর্যন্ত থানায় কোনও অভিযোগ হয়নি। ঘরছাড়াদের মধ্যে শেখ জামাল, শেখ সফিরুল শেখ হানিফদের অভিযোগ, ‘‘কার নির্দেশে গ্রামে ফিরেছি, এই প্রশ্ন তুলে তৃণমূল নেতা ইলিয়াস খাঁ এবং তাঁর দলবল চড়-থাপ্পড় মারে। ঘরে ঢুকে বোমা ফাটায়। ভাঙচুর-লুটপাট করে। রাতেই ঘর ছাড়ার হুমকি দেয়।’’ অভিযোগ মানেননি তৃণমূল নেতা ইলিয়াস খাঁ। তাঁর দাবি, ‘‘আমরা শুধু জানতে চেয়েছিলাম আগে যদি ঘরছাড়া করেই থাকি তা হলে ঘরে ঢোকার আগে আমাদের বা প্রশাসনকে জানানো হল না কেন? মারধর বা লুটপাটের অভিযোগ মিথ্যা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement