পছন্দ: নিজস্ব চিত্র
শেষবেলায় জমে উঠেছে ইদের বাজার। হালকা-মাঝারি বৃষ্টির মধ্যেও দোকানে দোকানে ভিড়। মুসলমান মহল্লায় মহল্লায় এখন সাজ সাজ রব। রোজা পালনের সঙ্গে সঙ্গে ব্যস্ততা এখন তুঙ্গে। চলছে শেষ মুহূর্তের কেনাকাটা।
হাওড়ার উলুবেড়িয়া, বাগনান থেকে শুরু করে শ্যামপুর, ডোমজুড় ও আন্দুলের পোশাকের দোকানগুলিতে সকাল থেকেই শুরু হচ্ছে ক্রেতাদের ভিড়। পর্দার নায়ক ‘বাজিরাও’ রণবীর সিংহের সঙ্গে দীপিকা পাডুকোনের ফ্যাশন স্টেটমেন্ট গত বারের মতো এ বারেও ইদের বাজারে ‘হিট’। খুদে থেকে তরুণী—মোটের উপর সবারই পছন্দ এই পোশাক। উলুবেড়িয়ায় কেনাকাটা করতে এসেছিলেন মৌসুমী খাতুন নামে এক কলেজ ছাত্রী। তাঁর কথায়, ‘‘গত বার ইদেও ‘বাজিরাও মস্তানি’ পোশাক কিনেছিলাম। এ বারও তাই কিনেছি। তবে এ বার অন্য নকশার পোশাকও কিনেছি।’’ ছেলেদের পোশাকের মধ্যে বেশি বিকোচ্ছে শেরওয়ানি এবং নানা রংয়ের পাঞ্জাবি। পিছিয়ে নেই জিনস ও শার্ট।
শুধু বড়ো দোকান নয়, মুম্বই রোডের ধারে অঙ্কুরহাটি, হাওড়া-আমতা রোডের ধারে বাঁকড়া বাজারের মতো একাধিক এলাকায় অস্থায়ী দোকানেও ভিড় জমেছে।
গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকার একাধিক পোশাক ব্যবসায়ী জানিয়েছেন, মাঝেমধ্যে বৃষ্টি হলেও এ বার ইদের বাজার বেশ ভাল। শুধু পোশাক নয়, জুতো থেকে চুড়ি—ভিড় জমেছে সব দোকানেই। সব কিছুতেই রয়েছে নতুনত্বের ছোঁয়া।