ডোমজুড়ে বর্ষবরণ

সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্রতচারীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ উৎসব পালিত হল ডোমজুড় প্রাচ্য ভারতী ক্রীড়াঙ্গনে। ব্যান্ড, শঙ্খধ্বনি সহকারে এলাকার স্কুলের তিন শতাধিক ছাত্রছাত্রী ও বাসিন্দাদের নিয়ে এক পদযাত্রা বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। প্রদীপ জ্বালিয়ে, উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

Advertisement
শেষ আপডেট: ২১ মে ২০১৫ ০১:৩৬
Share:

সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্রতচারীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ উৎসব পালিত হল ডোমজুড় প্রাচ্য ভারতী ক্রীড়াঙ্গনে। ব্যান্ড, শঙ্খধ্বনি সহকারে এলাকার স্কুলের তিন শতাধিক ছাত্রছাত্রী ও বাসিন্দাদের নিয়ে এক পদযাত্রা বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। প্রদীপ জ্বালিয়ে, উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, গীতিনাট্য, নৃত্যনাট্য ছাড়াও ছিল জিমন্যাস্টিক ও ব্যায়াম প্রদর্শনী। সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা যোগ দিয়েছিল। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল ডোমজুড় চিলড্রেন ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন।

Advertisement

খাব পেড়ে...কদম্বগাছিতে সুদীপ ঘোষের তোলা ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement