এটিএমের তথ্য জেনে টাকা লোপাট

মোবাইলে ফোন করে এটিএম কার্ডের তথ্য জেনে নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার ঘটনা ফের ঘটল হুগলিতে। শুক্রবার এই মর্মে এক ব্যক্তি উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উত্তরপাড়া শেষ আপডেট: ০৬ মে ২০১৭ ০২:২৫
Share:

মোবাইলে ফোন করে এটিএম কার্ডের তথ্য জেনে নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার ঘটনা ফের ঘটল হুগলিতে। শুক্রবার এই মর্মে এক ব্যক্তি উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার রাত পর্যন্ত অবশ্য কেউ অবশ্য গ্রেফতার হয়নি। অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া টাকাও উদ্ধার হয়নি।

Advertisement

পুলিশ সূত্রের খবর, নীলাদ্রিপ পাল নামে ওই ব্যক্তি তিনি হাওড়ার বেলুড়ের বাসিন্দা। উত্তরপাড়ার রাজা প্যারীমোহন কলেজে কাজ করেন। উত্তরপাড়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তাঁর সেভিংস অ্যাকাউন্ট রয়েছে।

অভিযোগ, বৃহস্পতিবার অপরিচিত মোবাইল নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন আসে। জানানো হয়, ওই ব্যাঙ্ক থেকে তাঁকে ফোন করা হচ্ছে। তাঁর এটিএম কার্ড ব্লক হয়ে যাবে। তা যাতে না হয়, সে জন্য ওই কার্ডের যাবতীয় তথ্য প্রয়োজন। সেই কথায় বিশ্বাস করে নীলাদ্রিপবাবু সব তথ্য দিয়ে দেন। পরে তিনি বুঝতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।

Advertisement

জেলা পুলিশের আধিকারিকদের বক্তব্য, এই ধরণের জালিয়াতির ঘটনা নতুন নয়। অনেকেই সহজে ফাঁদে পা দিয়ে ফেলাতেই বিপত্তি ঘটছে। তাদের তরফে সাধারণ মানুষকে নানা ভাবে সচেতন করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement