সমবায়ের ভোট নিয়ে তৃণমূলের গোষ্ঠী-সংঘর্ষ

এলাকার কৃষকবন্ধু সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর গোলমালে শুক্রবার সকালে তেতে ওঠে পুড়শুড়ার ডিহিবাতপুর। দু’পক্ষ পরস্পরের উপরে ইট ছুড়তে থাকে। আহত হন ৯ জন। কয়েকটি মোটরবাইক এবং গাড়ি ভাঙচুর করা হয়। গোলমাল থামাতে গিয়ে ইটের আঘাতে এক পুলিশকর্মী আহত হন। পুলিশ গিয়ে লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়য়ন্ত্রণ করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুড়শুড়া শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০০:১৩
Share:

এলাকার কৃষকবন্ধু সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর গোলমালে শুক্রবার সকালে তেতে ওঠে পুড়শুড়ার ডিহিবাতপুর। দু’পক্ষ পরস্পরের উপরে ইট ছুড়তে থাকে। আহত হন ৯ জন। কয়েকটি মোটরবাইক এবং গাড়ি ভাঙচুর করা হয়। গোলমাল থামাতে গিয়ে ইটের আঘাতে এক পুলিশকর্মী আহত হন। পুলিশ গিয়ে লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়য়ন্ত্রণ করে।

Advertisement

তৃণমূলেরই একটি সূত্রে জানা গিয়েছে, যে দুই গোষ্ঠীর মধ্যে গোলমাল, তার একটি তৃণমূল কিসান কংগ্রেস ব্লক সভাপতি শ্যামল ঘোষের, অন্যটি পুড়শুড়ার বিধায়ক পারভেজ রহমানের। আহতদের মধ্যে চার জনকে স্থানীয় শ্রীরামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে সিরাজ মণ্ডলকে পরে আরামবাগ হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা হয়। তবে, কোনও পক্ষই রাত পর্যন্ত থানায় অভিযোগ জানায়নি। পুলিশ জানায়, ঘটনাটির তদন্ত হচ্ছে।

শ্যামলবাবুর অভিযোগ, ‘‘আমার লোকরা যাতে মনোনয়নপত্র তুলতে না পারেন, সে জন বিধায়ক নিজে উপস্থিত থেকে মারধর করান। প্রতিবাদ করায় পুলিশ পক্ষপাতিত্ব করে নির্মম ভাবে আমাদের ছেলেদের মারধর করে তাড়ায়। এমনকী, পাশের আলাটি গ্রামে গিয়েও গ্রামবাসীদের পেটায় পুলিশ।’’ পুলিশ এ অভিযোগ মানেনি। শ্যামলবাবুর অভিযোগ বা গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে চাননি বিধায়ক। তাঁর দাবি, ‘‘সিপিএম এবং বিজেপি ঘনিষ্ঠ কিছু মানুষ দলের লোকদের উপর হামলা করছিল। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। নির্বাচন নিয়ে আমরা যে বৈঠক করেছিলাম, তাতে শ্যামলবাবু আসেননি।’’

Advertisement

ওই কৃষি সমবায় সূত্রে জানা গিয়েছে, আগামী ১৯ অগস্ট নির্বাচন হওয়ার কথা। সমিতির ২৯৩৪ জন সদস্য। সমিতির অংশীদারদের মধ্যে ৬১ জনকে নিয়ে একটি কমিটি গড়তে নির্বাচন হয়। সেই কমিটিই ৬ জনের পরিচালন সমিতি মনোনীত করে। এ দিন ছিল ৬১ জনের কমিটি গঠনের নির্বাচন প্রক্রিয়ার মনোনয়নপত্র তোলার প্রথম দিন। গোলমালের মধ্যে এ দিন ৫১ জন মনোনয়নপত্র তুলতে পেরেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement