রোগীর মৃত্যু, অবরোধ

নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে। এই অভিযোগে বৃহস্পতিবার আরামবাগের ওই নার্সিংহোমে ভাঙচুর করলেন রোগীর আত্মীয়েরা। পরে আবার আরামবাগ বাসস্ট্যান্ডে সংলগ্ন রাস্তাও অবরোধ করেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আরামবাগ শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৬ ০১:০৬
Share:

নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে। এই অভিযোগে বৃহস্পতিবার আরামবাগের ওই নার্সিংহোমে ভাঙচুর করলেন রোগীর আত্মীয়েরা। পরে আবার আরামবাগ বাসস্ট্যান্ডে সংলগ্ন রাস্তাও অবরোধ করেন তাঁরা। সকাল ৬টা থেকে প্রায় দেড় ঘণ্টা পথ অবরোধের জেরে ওই রাস্তায় ব্যাপক যানজট হয়। ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। পুলিশ সূত্রে জানা যায়, আরামবাগের সাঁপড়াজোলের বাসিন্দা আরেফা বেগম নামে ২৭ বছরের বধূকে বুধবার ওই নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল। গলব্লাডারে অস্ত্রোপচার করার জন্য তাঁকে দুপুরে ওটিতে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা করে ঘণ্টা খানেক পর ওটি থেকে রোগীর আত্মীয়দের জানানো হয়, রক্ত জোগাড় করতে হবে। কিন্তু প্রয়োজনীয় (০-) নেগেটিভ রক্ত আরামাবাগ ব্লাড ব্যাঙ্কে নেই। তাঁরা কলকাতা যান। এ দিকে, সেখান থেকে রক্ত আনতে দেরি হচ্ছিল। অন্য দিকে, রোগীর অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে দেখে নার্সিংহোম কর্তৃপক্ষ বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত করে দেয়। বর্ধমানে নিয়ে যাওয়ার পথেই আরেফার মৃত্যু হয়। মৃতার স্বামী শেখ মিনার বলেন, ‘‘রক্ত যে প্রয়োজন হবে, নার্সিংহোম কর্তৃপক্ষ আগে থেকে বলতে পারত। তা হলে আমার স্ত্রী মারা যেত না।’’ তাঁদের কোনও গাফিলতি নেই বলে দাবি নার্সিংহোম কর্তৃপক্ষের। তবে কোনও অভিযোগ হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement