বাড়ি ফেরার পথে দুষ্কৃতী হামলা, জখম ব্যবসায়ী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়ার কাপাসডাঙা-১ এর বাসিন্দা পলাশ দাস নামে ওই ব্যবসায়ীর ব্যান্ডেল স্টেশন রোডে নিত্যপ্রযোজনীয় জিনিসের একটি দোকান রয়েছে। বুধবার রাত দশটা নাগাদ দোকান বন্ধ করে তিনি মোটরবাইকে বাড়ি ফিরছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ৩০ জুন ২০১৭ ০১:১৬
Share:

আক্রান্ত: অভিজ্ঞতা শোনাচ্ছেন জখম ব্যবসায়ী। নিজস্ব চিত্র

দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হলেন এক ব্যবসায়ী। বুধবার রাতে চুঁচুড়ার ওলাইচণ্ডীতলার ঘটনা। পুলিশ জানিয়েছে, পলাশ দাস নামে ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়ার কাপাসডাঙা-১ এর বাসিন্দা পলাশ দাস নামে ওই ব্যবসায়ীর ব্যান্ডেল স্টেশন রোডে নিত্যপ্রযোজনীয় জিনিসের একটি দোকান রয়েছে। বুধবার রাত দশটা নাগাদ দোকান বন্ধ করে তিনি মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। স্থানীয় ওলাইচণ্ডী মন্দিরের সামনে হঠাই তিন দুষ্কৃতী পিছন থেকে তাঁর মাথায় বন্দুক ধরে বলে অভিযোগ। তারপর জোর করে পকেট থেকে ২২ হাজার টাকাও ছিনিয়ে নেয় ওই দুষ্কৃতীরা। আর বাধা দিতে গেলে এক দুষ্কৃতী ব্যবসায়ীর গলায় চপার চালানোর চেষ্টা করে। আর তাতে বাধা দিতে গিয়েই পলাশবাবুর ডান হাতে চপারের কোপ পড়ে। রাতেই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করেন। ব্যবসায়ীর হাতে অস্ত্রোপচার করা হয়। তারপর তিনি চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ কাপাসডাঙা এলাকা থেকে দুই যুবককে ধরে।

পলাশবাবুর অভিযোগ, ‘‘দীর্ঘদিন ধরেই রাতে বাড়ি ফিরি। কোনওদিন এমন পরিস্থিতি হয়নি। এ দিন হাত দিয়ে বাধা না দিলে গলায় কোপ পড়ত।’’ তবে বুধবার রাতের এই ঘটনার পর আতঙ্কিত ব্যান্ডেলের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের উপর দুষ্কৃতীদের জুলুমবাজি রুখতে আগে এলাকার সকলে রাস্তায় নেমেছিলেন। বেশ কিছুদিন পর ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ব্যান্ডেল ব্যবসায়ী সমিতির সম্পাদক গোপাল নাগ বলেন, ‘‘আজ পলাশবাবুর উপর হামলা চালানো হয়েছে। এরপর অন্য ব্যবসায়ীদের উপর দুষ্কৃতীরা হামলা চালাবে না, তার কি কোনও
নিশ্চয়তা আছে?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement