বধূ খুনের অভিযোগে গ্রেফতার স্বামী-সহ ৩
নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া
সাংসারিক অশান্তির জেরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে তাঁর স্বামী, শ্বশুর এবং শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। বুধবার বিকালে আরামবাগ মহকুমার পুড়শুড়ার ডিহিবাতপুরের বাসিন্দা প্রতিমা জানা (১৮) নামে ওই বধূর দেহ তাঁর বাড়ির দাওয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রতিমাদেবীর মায়ের অভিযোগের ভিত্তিতে রাতে গ্রেফতার করা হয় বধূর স্বামী প্রসেনজিত্, শ্বশুর চিত্তরঞ্জন জানা ও শাশুড়ি আরতিদেবীকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন মেলায় খাবারের দোকান দিতেন প্রসেনজিত্। প্রথম স্ত্রীকে তিনি মারধর করে তাড়িয়ে দেন বলে অভিযোগ। বছর খানেক আগে সিঙ্গুর থানার নওদা গ্রামের বাসিন্দা প্রতিমা দেবীকে বিয়ে করেন। তাঁর মা সুলেখা ধক পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সাংসারিক নানা কারণে মেয়েকে তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা শারীরিক মানসিক নির্যাতন করতে শুরু করে। তা সত্ত্বেও অশান্তি মিটে যাবে, এই বিশ্বাসে মেয়ে শ্বশুড়বাড়ি ছেড়ে আসতে চায়নি। এ বার পরিকল্পনা করেই মেয়েকে খুন করল ওরা। বুধবার প্রতিমা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে তাঁর শ্বশুরবাড়ি থেকে তাঁকে ফোনে জানানো হয়েছিল। কিন্তু পুলিশ এবং বধূর বাপেরবাড়ির লোকজন গিয়ে দেখেন, প্রতিমার দেহ বাড়ির দাওয়ায় শোওয়ানো রয়েছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহটি ময়না-তদন্তে পাঠনো হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের আরামবাগ আদালতে হাজির করানো হয়। তাদের ১৪ দিন জেল-হাজতের নির্দেশ দেন বিচারক।
সাহায্যের আশ্বাস
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
স্বাস্থ্য, শিক্ষা-সহ কিছু বিষয়ে সরকারি অনুদানের দাবি আরামবাগের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের রয়েছে। বৃহস্পতিবার বড়দিনে আরামবাগ গির্জায় তৃণমূল সাংসদ আফরিন আলি ওরফে অপরূপা পোদ্দারকে পেয়ে সেই দাবি এবং কিছু অভিযোগ জানালেন পাদ্রি মানসকুমার দাস। মানসবাবুর অভিযোগ, “এক বছর ধরে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত সাহায্যের আবেদন জানাচ্ছি। কিন্তু কিছু হয়নি। আমরাও তো সংখ্যালঘু। আমাদের অভাব-অভিযোগের সুরাহা করা হোক।” সাংসদের আশ্বাস, তিনি যথাসাধ্য সাহায্যের চেষ্টা করবেন। আরামবাগের খ্রিস্টান সম্প্রদায়ের অভাব-অভিযোগের বিষয়টি রাজ্য সরকারেরও নজরে আনবেন।
দেহ উদ্ধার
কুল গাছে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলার মশাটে। পুলিশ জানায়, মৃতের নাম কার্তিক গুঁই (৩২)।