হোটেল-মালিককে খুনের চেষ্টা গোঘাটে
নিজস্ব সংবাদদাতা • গোঘাট
ক্যাশ-বাক্সের চাবি না পেয়ে হোটেলের মালিকের মাথায় কাটারির কোপ মেরে তাঁকে খুনের চেষ্টার অভিযোগ উঠল সেখানকার এক কর্মীর বিরুদ্ধে। হোটেলটি গোঘাটের বেলি গ্রাম সংলগ্ন এলাকার। বৃহস্পতিবার রাতে আক্রান্ত হওয়ার পরে হোটেল-মালিক বিমল সিংহরায়কে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানায়, ওই হোটেল-মালিককে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত অক্ষয় দাস পলাতক। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যথাযথ পরিচয়পত্র যাচাই না করে মাস দেড়েক আগে হোটেল কর্তৃপক্ষ হাওড়ার এক দালালের মাধ্যমে তাকে নিয়োগ করেছিলেন। অক্ষয় বা ওই দালালের ঠিকানাও হোটেল কর্তৃপক্ষ জানেন না। অক্ষয় নাম ভাঁড়িয়ে কাজে ঢুকেছিল বলে পুলিশের অনুমান। পুলিশ সূত্রের খবর, মহাজনদের দেওয়ার জন্য বৃহস্পতিবার বিমলবাবু ক্যাশ-বাক্সে লক্ষাধিক টাকা রেখেছিলেন। রাত সাড়ে ১২টা নাগাদ হোটেল থেকে ক্রেতারা চলে গেলে চার কর্মীও বাড়ি চলে যান। অক্ষয় হোটেলেই থাকত। তার খাওয়া শেষে বিমলবাবু খেতে বসেন। বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে অক্ষয় বিমলবাবুর পিছনে গিয়ে দাঁড়ায়। অভিযোগ, হঠাত্ই ক্যাশ-বাক্সের চাবি চেয়ে সে গামছা দিয়ে বিমলবাবুকে বেঁধে ফেলতে যায়। বিমলবাবু কোনওক্রমে ছাড়িয়ে নিতেই তাঁর মাথায় কাটারির কোপ পড়ে। বিমলবাবু বলেন, “কর্মী-সঙ্কট থাকায় দালালের মাধ্যমে অক্ষয়কে পেয়েছিলাম। কিন্তু ও যে এমন করবে বুঝিনি। আহত অবস্থায় কোনওমতে হোটেল থেকে দৌড়ে বেরিয়ে চেঁচালে আশপাশের দোকানিরা চলে আসেন। অক্ষয় মাঠ দিয়ে পালায়।”
৩২ দিন ছুটি, শিক্ষককে শোকজ
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
কারণ না দেখিয়ে চলতি বছরে ৩২ দিন অতিরিক্ত ছুটি নেওয়ায় শোকজ করা হয়েছে আরামবাগের কেশব স্বামীজি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে। বিদ্যালয় শিক্ষা দফতরের (প্রাথমিক শাখা) আরামবাগ সার্কেলের অফিস থেকে সুব্রত অধিকারী নামের ওই শিক্ষককে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয় গত সোমবার। আগামী সোমবারের মধ্যে উত্তর চাওয়া হয়েছে। সুব্রতবাবুর দাবি, “অসুস্থতার কারণে বাড়তি ছুটি নিয়েছিলাম। স্কুলকে না জানানোয় ত্রুটি হয়ে থাকতে পারে। নির্দিষ্ট সময়ের মধ্যেই শোকজের জবাব দেব।” স্কুল সূত্রে জানা গিয়েছে, সুব্রতবাবুর প্রাপ্য ছুটির মধ্যে ‘ক্যাজুয়াল লিভ’ (সিএল) ছিল ১৪টি, চিকিত্সার জন্য ছুটি (মেডিক্যাল লিভ) ১৪টি। সুব্রতবাবু তাঁর ‘সিএল’ শেষ করে ফেলেছেন। তার পরেও যে ছুটি তিনি নিয়েছেন, তার কারণ জানাননি। প্রধান শিক্ষক হারাধন সাঁতরাই এ নিয়ে স্কুল শিক্ষা দফতরের (প্রাথমিক শাখা) সার্কেল অফিসের দ্বারস্থ হন। স্কুল শিক্ষা দফতরের (প্রাথমিক শাখা) আরামবাগের পরিদর্শক তথাগত ভট্টাচার্য বলেন, “স্কুলের অভিযোগ পেয়ে ওই শিক্ষকের কাছে ছুটি নেওয়ার কারণ জানতে চাওয়া হয়েছে।”
কেপমারির চেষ্টা, ধৃত ২
গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢুকে কেপমারির চেষ্টার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের ধোবিঘাট সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। পুলিশ জানায়, ধৃতদের নাম শেখ বাবুল হোসেন এবং উজির শেখ।