সার্জেন্টের হাতে ট্যাব হাওড়ায়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
এ বার ট্যাব হাতে যানশাসন করবে হাওড়া সিটি পুলিশ। এর ফলে ট্রাফিক বিধিভঙ্গকারী যানবাহনের তথ্যপঞ্জী সার্জেন্টরা ঘটনাস্থলেই হাতে পাবেন এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারবেন। এ জন্য আপাতত ২৫টি ট্যাব কেনা হচ্ছে। ট্যাব থেকে সঙ্গে সঙ্গে জরিমানার রসিদ দিতে সাজেন্টদের পকেটে থাকবে ব্লু-টুথ প্রিন্টার। আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু করতেই এই সিদ্ধান্ত নিল হাওড়া সিটি পুলিশ, যা এ রাজ্যে প্রথম। মঙ্গলবার হাওড়ার পুলিশ কমিশনারের অফিসে ট্রাফিক ব্যবস্থার আধুনিকীকরণ সংক্রান্ত অনুষ্ঠানের সূচনা করেন তৃণমূল বিধায়ক তথা কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। ছিলেন পুলিশকর্তারাও। হাওড়া সিটি পুলিশ ঘোষণা করে, এখন থেকে জরিমানার টাকা ব্যাঙ্কে জমা দেওয়ার পাশাপাশি চালু হচ্ছে ই-পেমেন্ট ব্যবস্থাও। হাওড়া স্টেশনের প্রি-পেড ট্যাক্সি স্ট্যান্ডে চালু হচ্ছে ডেবিট ও ক্রেডিট কার্ডে ভাড়া নেওয়ার ব্যবস্থা। চালু হচ্ছে পার্কিং স্টিকারের ব্যবস্থাও। পুলিশ কমিশনার জানান, ট্রাফিকের এই আধুনিকীকরণে খরচ হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা।
যুবককে খুনের চেষ্টা, অভিযুক্ত পড়শি
সম্পত্তি নিয়ে একটি পুরনো বিবাদের জেরে এক যুবককে ছুরি মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল তাঁর পড়শি যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে উলুবেড়িয়ার মনসাতলায় মুম্বই রোডের ধার থেকে ভিক্টর পর্বত নামে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টহলদার পুলিশ। তাঁর বাড়ি কাঁটাবেড়িয়া গ্রামে। তাঁকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানায়, ওই যুবকের গলার কাছে ছুরির আঘাত রয়েছে। তাঁর বাবা পবনবাবু পড়শি বাসুদেব পর্বত নামে এক যুবকের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ওই রাতে বাসুদেবই তাঁর ছেলেকে ডাকে। তার পরে দু’জনে মোটরবাইকে উঠে চলে যায়। বাসুদেবই ভিক্টরকে খুন করতে চেয়েছিল। অভিযুক্ত পলাতক বলে পুলিশ জানিয়েছে।
হুগলির ২৫ মাছচাষিকে প্রশিক্ষণ দেবে রাজ্য
হুগলি জেলার ২৫ জন মাছচাষিকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। চলতি অর্থবর্ষেই কল্যাণীতে রাজ্যের ১৫টি জেলার মাছচাষিদের জন্য পাঁচ দিনের ওই প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাঁচটি বিষয়ে প্রতিটিতে ৫৫ জন করে ওই প্রশিক্ষণ পাবেন। প্রতি জেলা থেকে কত জন মাছচাষি প্রশিক্ষন নেবেন সেই সংখ্যাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। হুগলির ২৫ জনের মধ্যে মাছের খাদ্যের আয়োজন এবং খাওয়ানোর ব্যবস্থাপনা বিষয়ে পাঁচ জন, রঙিন মাছ চাষের ক্ষেত্রে ৬ জন, চিরাচরিত মাছ চাষকে বহুমুখী করা বা বৈচিত্র্য আনার ক্ষেত্রে পাঁচ জন, মাছের রোগ ও স্বাস্থ্য নিয়ন্ত্রণ এবং মিঠে ও নোনা জলে মাছ চাষ সম্পর্কে পাঁচ জন, বাজারজাত করার সময় মাছের স্বাস্থ্য বজায় রাখতে প্রক্রিয়াকরণ এবং বিপণন ব্যবস্থাপনা নিয়ে চার জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
বিজয়া সম্মিলনীতে নানা অনুষ্ঠান
দুর্গাপুজো মিটে গিয়েছে প্রায় দু’সপ্তাহ। কিন্তু বিজয়া সম্মিলনীর আসর এখনও জমজমাট। গত শনিবার হাওড়ারই দু’টি এলাকায় হয়ে গেল এমনই অনুষ্ঠান। উদয়নারায়ণপুরের ভবানীপুর বিধিচন্দ্রপুর পঞ্চায়েতের উদ্যোগে ওই অনুষ্ঠানে গান, নাচ, আবৃত্তি, আলোচনার আসরটি জমে ওঠে। অনুষ্ঠান হয় গড় ভবানীপুর রামপ্রসন্ন বিদ্যানিকেতন ভবনে। সঞ্চালনা করেন কবি নিমাই আদক। অন্য অনুষ্ঠানটি হয় ডোমজুড়ের মহিয়াড়ি রবিচক্র সঙ্গীতায়ন এবং আর্ট স্কুলের যৌথ উদ্যোগে। মজুমদারপাড়ায় সঙ্গীতায়নের নিজস্ব ভবনে। রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান দিয়ে অনুষ্ঠানের শুরু। এর পরে সঙ্গীতায়নের ৩৫ জন ছাত্রছাত্রীর নাচ, গান, আবৃত্তিতে আসর ছিল জমজমাট। অনুষ্ঠান পরিচালনা করেন পলি চট্টোপাধ্যায় এবং আশিস চট্টোপাধ্যায়।
বৈদ্যবাটিতে ছাত্রীর শ্লীলতাহানি, ধৃত
ছাত্রীর শ্লীলতাহানির দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার হুগলির বৈদ্যবাটির নেতাজি পল্লির ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত দিলীপ দে-র ইমারতি দ্রব্যের গোলা রয়েছে। দুপুর সাড়ে ১২টা নাগাদ এলাকার একটি দোকান থেকে বাড়ি ফেরার সময় নবম শ্রেণির মেয়েটিকে গোলায় ডাকেন ওই ব্যক্তি। তার পরেই ওই ঘটনা। অভিযোগ পেয়ে দুপুরেই শ্রীরামপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। তদন্তকারীরা জানান, ধৃতের বিরুদ্ধে আগেও একই ধরণের অভিযোগ উঠেছিল।
পাঁচ দুষ্কৃতী ধৃত
কালীপুজোর মুখে পুলিশি অভিযানে ফের ধরা পড়ল শ্রীরামপুরের কুখ্যাত দুষ্কৃতী হুলো। মঙ্গলবার শহরের জাননগর রোড এলাকার একটি মাঠের কাছ থেকে দীপু সিংহ ওরফে হুলোকে গ্রেফতার করেন শ্রীরামপুর থানার আইসি প্রিয়ব্রত বক্সি। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্র-সমেত ওই দুষ্কৃতী ধরা পড়েছে। হুলোর বিরুদ্ধে খুন, তোলাবাজি-সহ অনেক অভিযোগ রয়েছে পুলিশের খাতায়। হুলো ছাড়াও আরও চার দুষ্কৃতীকে ধরা হয় তোলাবাজির অভিযোগে। সব মিলিয়ে ধৃতদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি এবং ৬টি তাজা বোমা আটক করা হয়েছে। বেআইনি মদ বিক্রি-সহ বিভিন্ন অভিযোগে আরও ৫৫ জন এ দিন গ্রেফতার হয়েছে।
জয়পুরে ফুটবল
হাওড়ার জয়পুর থানা পরিচালিত আন্তঃঅঞ্চল ফুটবলে মঙ্গলবার দু’টি খেলা হয়। প্রথম খেলায় জয়পুর পঞ্চায়েত ২-০ গোলে ঘোড়াবেড়িয়া-চিত্নান পঞ্চায়েতকে হারিয়ে দেয়। গোল দু’টি করেন সঞ্জীব সাঁতরা এবং চিরঞ্জিত্ মণ্ডল। আর একটি খেলায় জয়পুর কলেজ দল ১-০ গোলে হারিয়ে দেয় ঝিখিরা পঞ্চায়েত দলকে। জয়পুর কলেজের হয়ে গোলটি করেন শেখ হবিবুদ্দিন।