গোঘাটে বিজেপি কর্মীদের মারধরের
অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
নিজস্ব সংবাদাতা • গোঘাট
শুক্রবার বিকালে গোঘাট থানায় স্মারকলিপি দিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টর থামিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে স্থানীয় বকুলতলার কাছে। মারধরে আহত হয়েছে ২০ জন। তাঁদের মধ্যে শুনিয়া গ্রামের ২ জন এবং আশপুর গ্রামের ৬ জনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোঘাটের বিজেপি নেতা চিন্ময় মল্লিকের অভিযোগ, “তৃণমূল নেতা মনোরঞ্জন পালের নেতৃত্বে আমাদের ছেলেদের উপর হামলা হয়েছে।” তিনি জানান, বিষয়টি দলের রাজ্যস্তরে জানানো হয়েছে। থানাতেও দলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল নেতা মনোরঞ্জন পাল বলেন, “আমি সকাল থেকে অন্যত্র আছি, খবর পেয়েছি, ওরা নিজেরাই মদ্যপ অবস্থায় মারপিট করেছে।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, পুরশুড়াতেও থানায় স্মারকলিপি দিয়ে ফেরার পথে বিজেপি কর্মী-সমর্থকের উপরে তৃণমূলের হামলার অভিযোগ ওঠে। হামলায় আহত হয়েছেন পাঁচজন। এদিন রাজ্যজুড়েই বিজেপি আইন শৃঙ্খলার অবনতি, দলীয় কর্মীদের মিথ্যা মামলায় জড়ানো, তৃণমূলের লাগাতার সন্ত্রাসের প্রতিবাদে সমস্ত থানায় বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচী নিয়েছিল।
প্রৌঢ়ার দেহ উদ্ধার, চাঞ্চল্য
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
একটি আবাসন থেকে এক প্রৌঢ়ার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার আন্দুল রোডে। মৃতার নাম মন্দিরা চক্রবর্তী (৫৩)। পুলিশ জানায়, মন্দিরাদেবী ও তাঁর স্বামী ভূপাল চক্রবর্তী দীর্ঘ দিন ধরে ওই আবাসনের চার তলার একটি ফ্ল্যাটের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৯টা নাগাদ ভূপালবাবু কাজে বেরিয়ে যাওয়ার পরে তাঁদের ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোতে দেখেন আবাসন ও এলাকার বাসিন্দারা। তাঁরা দমকল ও পুলিশকে খবর দেন। পুলিশ আসার আগে স্থানীয়েরাই ভিতরে ঢুকে দেখেন গ্যাস সিলিন্ডারের সামনে মন্দিরাদেবীর সম্পূর্ণ দগ্ধ দেহ পড়ে রয়েছে। পরে দমকল এসে আগুন নেভায়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক অশান্তির কারণেই তিনি আত্মঘাতী হন। এ দিন সকালেও ওই দম্পতির মধ্যে তুমুল অশান্তি হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। এর আগেও মন্দিরাদেবী দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
কর্মীদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ
চটশিল্পের সব শ্রমিকের নিয়মিত কাজ, হিন্দমোটর, ডানলপ-সহ অন্যান্য বন্ধ কারখানা অবিলম্বে খোলা-সহ বিভিন্ন দাবিতে শুক্রবার হুগলির জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ করল এসইউসি প্রভাবিত শ্রমিক সংগঠন এআইইউটিইউসি। এ দিন দুপুরে চুঁচুড়া স্টেশন থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারীরা। পরে সেখানে বিক্ষোভ সভা হয়। জেলাশাসক মনমীত নন্দার হাতে বিভিন্ন দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, স্থায়ী কাজে ঠিকা ও চুক্তি প্রথা বাতিল করতে হবে। আশা এবং আইসিডিএস কর্মীদের সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে। সেইসঙ্গে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সামাজিক বন্দোবস্ত করতে হবে প্রশাসনকে।
গোঘাটে ফুটবল
বৃহস্পতিবার আরামবাগ মহকুমা সুপার লিগ ফুটবলের ‘বি’ গ্রুপে রাঙামাটি পোনপাড়া আদিবাসী গাঁওতা হারাল দশঘরা সিধু-কানহু-তিলকা গাঁওতাকে। বিজয়ী দলের হয়ে গোল করেন তোতন পাকিরা।
কোথায় কী
রিষড়া সুইমিং ক্লাবের ৪২ তম বার্ষিক অ্যাকোয়াটিক মিট হবে আজ, শনিবার। রবিবার অনুষ্ঠিত সারা বাংলা সাঁতার প্রতিযোগিতা।
আজ, শনিবার শ্রীরামপুরের উত্তমকুমার ফিল্ম অ্যান্ড কালচারাল ইনস্টিটিউটের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শহরের রবীন্দ্রভবনে।
চুঁচুড়া থানায় বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের। ছবি: তাপস ঘোষ।
মাছশিকারি। বাগনানে সুব্রত জানার তোলা ছবি।