টুকরো খবর

গরু বোঝাই ট্রাকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে জখম হলেন দু’জন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে পোলবার দিল্লি রোডের অ্যারেঙ্গা মোড়ে। জখমেরা হলেন ট্রাকের খালাসি এবং গাড়ির চালক। তাঁদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি পাণ্ডুয়ার গরুর হাট থেকে গরু নিয়ে কলকাতার মেটিয়াবুরুজে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা গাড়িটির সঙ্গে সংঘর্ষের পরে ট্রাক-চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। কয়েকটি গরু জখম হয়। গলার দড়ি ছিঁড়ে যাওয়ায় কয়েকটি গরু আবার এ দিক-ও দিক দৌড়ে পালায়।

Advertisement
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ০০:১৭
Share:

ট্রাক-গাড়ির সংঘর্ষে জখম ২
নিজস্ব সংবাদদাতা • পোলবা

Advertisement


উল্টে গেল গরুবোঝাই লরি। পোলবায় নিজস্ব চিত্র।

গরু বোঝাই ট্রাকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে জখম হলেন দু’জন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে পোলবার দিল্লি রোডের অ্যারেঙ্গা মোড়ে। জখমেরা হলেন ট্রাকের খালাসি এবং গাড়ির চালক। তাঁদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি পাণ্ডুয়ার গরুর হাট থেকে গরু নিয়ে কলকাতার মেটিয়াবুরুজে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা গাড়িটির সঙ্গে সংঘর্ষের পরে ট্রাক-চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। কয়েকটি গরু জখম হয়। গলার দড়ি ছিঁড়ে যাওয়ায় কয়েকটি গরু আবার এ দিক-ও দিক দৌড়ে পালায়। পুলিশ আসে। স্থানীয় বাসিন্দা এবং পোলবা থানার সিভিক ভলান্টিয়য়াররা আশপাশের গ্রামের তল্লাশি চালিয়ে গরুগুলি উদ্ধার করে আনে। দুর্ঘটনার জেরে দিল্লি রোডে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

Advertisement

পাওয়ার বল টুর্নামেন্ট শ্যামপুরে

শ্যামপুর খাড়ুবেড়িয়া যুব সমিতির পরিচালনায় নক আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুর সিরিন সঙ্ঘ। প্রতিযোগিতায় যোগ দিয়েছিল ৩২টি দল। ফাইনালে ওঠে হলদিয়া নাইস ও সংগ্রামপুর সিরিন সঙ্ঘ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ২-০ গোলে জয় ছিনিয়ে নেয় সিরিন সঙ্ঘ। দলের হয়ে গোল করেন আসলাম নস্কর ও শেখ কালাম। বিজয়ী দলকে দেড় লক্ষ টাকা ও ট্রফি এবং রানার্স দলকে এক লক্ষ টাকা ও ট্রফি পুরস্কার দেওয়া হয়। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সিরিন সঙ্ঘের আসলাম নস্কর। ম্যান অব দ্য সিরিজ-এর পুরস্কারও উঠেছে সিরিন সঙ্ঘের ঝুলিতে। পুরস্কার পেয়েছেন শেখ আসিকুল হক। মাঠে উপস্থিত ছিলেন আমতার বিধায়ক অসিত মিত্র। খেলা উপলক্ষে ২৩ থেকে ২৭ জানুয়ারি গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছিল।

জগত্‌বল্লভপুরে কৃষিমেলা

সম্প্রতি তিন দিন ধরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখা হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে হাওড়ার জগত্‌বল্লভপুরে হয়ে গেল ষষ্ঠ ‘প্রযুক্তি সপ্তাহ ও কৃষিমেলা’। কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই মেলার থিম ছিল ‘জৈব চাষ’। উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কী ভাবে কৃষিক্ষেত্রে উত্‌পাদন বাড়ানো যায়, চাষিদের তা বোঝানো হয় বলে উদ্যোক্তারা জানিয়েছেন। তাঁদের উত্‌পাদিত ফসলও মেলায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল।

জিতল তৃণমূল

গ্রন্থাগার কর্মচারী সমিতির সমবায় নির্বাচনে জয়ী হল তৃণমূল। এতদিন এটি সিপিএমের দখলে ছিল। গত রবিবার চুঁচুড়া স্টেশন রোডে সমবায়ের দফতরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। হুগলি জেলায় সরকার অনুমোদিত মোট ১৫৮টি গ্রন্থাগারের ১৪৮ জন কর্মচারী এই নির্বাচনে অংশ নিয়েছিলেন। মোট ছয়টি আসনের সবক’টিতেই তৃণমূল জয়লাভ করে।

কোথায় কী

বেনে যমুনা মাকালেশ্বরী স্পোর্টিং ক্লাব আয়োজিত আট দলের ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল কিঙ্করবাটী ফুটবল অ্যাসোসিয়েশন। গত ২৫ জানুয়ারি প্রতিযোগিতার ফাইনালে তারা জনাই বাকসা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।

সাংস্কৃতিক অনুষ্ঠান

পাঁচলা দেউলপুর হাইস্কুলে সরস্বতী পুজো উপলক্ষে প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছিল ক্রীড়া প্রতিযোগিতাও। মোট ৩৯০ জন ছাত্রছাত্রী অংশ নেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement