হুগলিতে ডাকঘরে চালু কোর ব্যাঙ্কিং
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া
ডাকঘরে জমানো টাকা দেশের যে কোনও প্রান্ত থেকে তোলার জন্য কোর ব্যাঙ্কিং ব্যবস্থা চালু হল। সোমবার হুগলির মুখ্য ডাকঘরে এই ব্যবস্থা চালু হয়। এখন থেকে কেউ ডাকঘরে টাকা জমালে প্রয়োজনে দেশের যে কোনও প্রান্ত থেকে তা তুলতে পারবেন। বুধবার হুগলির মুখ্য ডাকঘরে প্রদীপ জ্বালিয়ে এই নয়া ব্যবস্থা চালু করেন রাজ্যের মুখ্য পোস্টমাস্টার জেনারেল অরুন্ধতী ঘোষ। রাজ্যে যে সকল ডাকঘরে এই ব্যবস্থা চালু তার মধ্যে হুগলি তৃতীয়। এই ব্যবস্থা চালু হওয়ার ফলে একদিকে গ্রাহকদের যেমন সুবিধা হবে, তেমনই ডাকঘরের আমানতকারীদের সংখ্যাও বেড়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ডাকঘর কর্তৃপক্ষ।
বাগনানের চাকুরে শিশু উত্সব
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
তিনদিন ধরে শিশু উত্সব অনুষ্ঠিত হল হাওড়ার বাগনানের চাকুর শিবতলা প্রাঙ্গণে। অমর স্মৃতি ক্লাবের উদ্যোগে উত্সব শুরু হয়েছিল গত ২১ ডিসেম্বর। উত্সবের উদ্বোধন করেন চিত্রশিল্পী তপন কর। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও উত্সবের অন্যতম আকর্ষণ ছিল ‘সেরা শিশু’-র প্রতিযোগিতা। সাতশোরও বেশি শিশু উত্সবে অংশগ্রহণ করেছিল। স্থানীয় বিদ্যালয়গুলির পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত কৃতী ছাত্রছাত্রীদের অমলা পাঁজা স্মৃতি বৃত্তি (২০ হাজার টাকা) প্রদান করা হয়।