আত্মঘাতী শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া
উত্তরপাড়ার হিন্দুস্তান মোটরস কারখানার আত্মঘাতী শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে রবিবার বিক্ষোভ দেখালেন বিজেপি নেতাকর্মীরা। শনিবার সকালে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তপন ওরফে বাপি রায়শর্মা নামে বছর ছাপ্পান্নর ওই শ্রমিক। সাত মাস আগে কারখানা বন্ধের পর থেকে মানসিক অবসাদের জেরেই ভদ্রকালী কলোনির বাসিন্দা বাপিবাবু আত্মঘাতী হন বলে তাঁর পরিবারের লোকজনের দাবি। তাঁরা জানান, হিন্দমোটরে দীর্ঘদিন কাজ করেছেন বাপিবাবু।
হিন্দমোটরে বিক্ষোভ বিজেপি-র।
সম্প্রতি কর্তৃপক্ষ স্বেচ্ছাবসরের বিজ্ঞপ্তি দেওয়ায় তিনি স্বেচ্ছাবসর নেন। কিন্তু বকেয়া এখনও পাননি। এই অবস্থায় সংসার চালানো এবং মেয়ের উচ্চশিক্ষা করার ব্যবস্থা করা নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন। রবিবার সকালে বিজেপির নেতা-কর্মীরা কারখানার স্টেশন গেটে বিক্ষোভ-সভা করেন। তার পরে মিছিল করে কারখানার অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। নেতৃত্ব দেন দলের যুব মোর্চার কেন্দ্রীয় কমিটির সম্পাদক সায়ন্তন বসু, দলের জেলা সভাপতি কৃষ্ণা ভট্টাচার্য, সহ-সভাপতি স্বপন পাল প্রমুখ। আন্দোলনকারীদের অভিযোগ, কারখানা বন্ধ হওয়ার কারণে বহু শ্রমিক মুষড়ে পড়েছেন। কোনও রকমে সংসার চালাচ্ছেন। স্বপনবাবু বলেন, ‘‘যাঁরা স্বেচ্ছাবসর নিতে বাধ্য হয়েছেন, তাঁদের পাওনাগণ্ডা এখনও মেটানো হয়নি। ফলে, তাঁরা অথৈ জলে পড়েছেন। ওই শ্রমিকের মৃত্যু সেই কারণেই।”
বাবাকে খুনের অভিযোগে ধৃত
জমি-বাড়ি নিয়ে বিবাদের জেরে আরামবাগের রঘুনাথপুরের বাসিন্দা রবীন্দ্রনাথ বাগকে বঁটির বাট দিয়ে পিটিয়ে খুনের অভিযোগে তাঁর ছেলেকে গ্রেফতার করল পুলিশ। রবিবার দুপুরে আরামবাগের বাসুদেবপুর মোড় থেকে অভিযুক্ত দুলাল বাগকে ধরা হয়। রবীন্দ্রনাথবাবু খুন হন শনিবার সন্ধ্যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবার নামে থাকা জমি-বাড়ি নিজের নামে লিখিয়ে নিতে চেয়েছিল দুলাল। এ জন্য বাবাকে সে চাপ দিচ্ছিল। রবীন্দ্রনাথবাবু রাজি হননি। তা নিয়ে দু’জনের বিবাদ চলছিল। শনিবার সন্ধ্যায় ফের দু’জনের বচসা বাধে। নেশাগ্রস্ত অবস্থায় থাকা দুলাল বঁটি নিয়ে বাবার উপরে চড়াও হয় বলে অভিযোগ। সেই সময়ে দুলালের মা লক্ষ্মীদেবী বাধা দিয়ে ছেলের কাছ থেকে বঁটি কেড়ে নিয়ে পাতটি খুলে রাখেন। মিনিট পনেরো পরে দুলাল খুলে রাখা বঁটির বাট নিয়ে বাবাকে মারধর করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় রবীন্দ্রনাথবাবুর। লক্ষ্মীদেবীই থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। ঘটনার পরেই দুলাল গা-ঢাকা দিয়েছিল।
কলেজ ছাত্রীকে অপহরণের নালিশ
এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে গোঘাটের লক্ষ্মীবেড়িয়া গ্রামের এক যুবকের বিরুদ্ধে। ওই ছাত্রী অভিযুক্তের প্রতিবেশী। তিনি বেঙ্গাই অঘোরকামিনী মহাবিদ্যালয়ে ইংরেজি বিভাগের প্রথম বর্ষে পড়েন। গত বুধবার কলেজ থেকে আর বাড়ি ফেরেননি। রবিবার তাঁর কাকা প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছেন থানায়। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বাবার দাবি, “ছেলে বুধবার দিদির বাড়ি যাবে বলে বেরিয়ে আর ফেরেনি। সন্দেহের বশে ছেলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ ঠিক নয়।”
জিলেটিন স্টিক উদ্ধার
জাতীয় সড়কে নিয়মমাফিক তল্লাশি চালাতে গিয়ে একটি গাড়ি থেকে তিন হাজার জিলেটিন স্টিক উদ্ধার করল পুলিশ। রবিবার বিকেলে বুদবুদ-গুসকরা রোডে মানকরের কাছে ওই গাড়িটি দেখে থামাতে বলে পুলিশ। গাড়িটি ডানকুনি থেকে বীরভূমের পাঁচামির দিকে যাচ্ছিল।
জলে ডুবে মৃত্যু
বছরের শেষ রবিবারে দলবেঁধে চড়ুইভাতি করতে গিয়েছিলেন। কিন্তু ঘরে আর ফেরা হল না। খাওয়াদাওয়ার আগে খালের জলে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল সুকান্ত ভট্টাচার্যের (৪২)। বাড়ি আমতার তাজপুরের মহিষামুড়িতে। ঘটনাটি ঘটেছে জয়পুরের সেহাগড়িতে।
জয়ী তৃণমূল
হরিপালের কালুবাটি ভগবতীপুর সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। রবিবার সেখানকার পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন হওয়ার কথা ছিল। তৃণমূল বাদে অন্য কোনও দল প্রার্থী দিতে পারেনি।
যুবকের দেহ উদ্ধার
রবিবার সকালে পুড়শুড়ার রসুলপুর গ্রামের একটি পুকুর থেকে স্থানীয় এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। মৃতের নাম পিন্টু মাইতি (২২)। রাতে শৌচকাজে গিয়ে অসাবধানতায় পুকুরে পড়ে গিয়ে তিনি মারা যান বলে পুলিশের অনুমান।