বিজেপির মঞ্চ ভাঙার নালিশ

স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হল জগৎবল্লভপুরে। সেই সঙ্গে বিজেপির প্রতিবাদ মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জগৎবল্লভপুর শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৬ ০২:০৬
Share:

স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হল জগৎবল্লভপুরে। সেই সঙ্গে বিজেপির প্রতিবাদ মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চালায় বলেও অভিযোগ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে অনিয়মের বিরুদ্ধে ব্লক অফিসে স্মারকলিপি দেওয়ার কথা ছিল বিজেপির। তৃণমূল শাসিত পঞ্চায়েত সমিতির কয়েকজন কর্মাধক্ষ্যকে হেনস্থা করা হয় বলে পাল্টা অভিযোগ উঠেছে।

তৃণমূলের দাবি, জমায়েতে ভিড় বাড়াতে বিজেপির পক্ষ থেকে আবেদনপত্র বিলি করা হয়। ফলে কয়েক হাজার মানুষ ব্লক অফিসে জড়ো হন। এই আবেদনপত্র বেআইনিভাবে বিলি করা হয়েছে বলে ব্লক প্রশাসনের পক্ষ থেকে তা জমা নিতে অস্বীকার করা হয়। এর পরেই পরিস্থিতি জটিল হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশকে লাঠি চালাতে হয়। যদিও লাঠি চালানোর কথা অস্বীকার করেছে পুলিশ। এই গোলমালের জেরে বিজেপির স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ভেস্তে যায়। বিজেপি নেতা রাহুল সিংহ বলেন, ‘‘আমাদের স্মারকলিপি দিতে বাধা দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে গরিব মানুষকে সুযোগ দেওয়ার চেষ্টা করছে তখন তার রূপায়ণ এখানে সঠিকভাবে হচ্ছে না।’’ যদিও ব্লক প্রশাসন ও পুলিশের দাবি, আবেদনপত্র ছাপিয়ে বিলি করে অতিরিক্ত লোক ডাকার ফলেই বিপত্তি ঘটেছে। এ বিষয়ে বিজেপির জেলা সদর সম্পাদক দেবাঞ্জল চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিজেপি কোনও আবেদনপত্র ছাপেনি। সাধারণ মানুষ ঘর চেয়ে আবেদন করতে চেয়েছিলেন। সেই আবেদনপত্র ছাপানোর কাজে বিজেপি কর্মীরা সহায়তা করেছিলেন মাত্র।’’

Advertisement

তাঁর আরও অভিযোগ, ‘‘দাবিপত্র জমা দিতে গেলে তৃণমূলের শ’দুয়েক কর্মী আমাদের বাধা দেয়। বিধানসভা ভোটে জগৎবল্লভপুরে আমাদের প্রার্থী হয়েছিলেন অভিনেতা কৌশিক মুখোপাধ্যায়। এ দিন তিনিও কর্মসূচিতে ছিলেন। বহু বচসার পরে তৃণমূলের লোকজন বলে, ব্লক অফিসে ঢুকতে হলে কৌশিককে বাইরে রেখে যেতে হবে। আমরা সেটা মেনে নিইনি। বিডিও বেরিয়ে এসে আমাদের ঢুকতে দেওয়ার নির্দেশ দেন। তাতেও কাজ হয়নি। পুলিশ ছিল নীরব দর্শক।’’

তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতিতে পূর্ত কর্মাধ্যক্ষ সজল সামন্ত বলেন, ‘‘স্মারকলিপি দেওয়াতে কোনও সমস্যা ছিল না। কিন্তু ভিড় বাড়ানোর জন্য বিজেপি যে ভাবে আবেদনপত্র ছাপিয়ে বিলি করেছে তা ঠিক হয়নি।’’ তবে মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মঞ্চ ভেঙে দেওয়ার পরে রাহুল সিংহ একটি ইঞ্জিন ভ্যানের উপরে দাঁড়িয়ে বক্তৃতা দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement