শান্তি রক্ষায় প্রস্তুত, দাবি প্রশাসনের

পঞ্চায়েতের প্রতিটি বুথে একজন সশস্ত্র ও একজন করে লাঠি ধারি পুলিশ থাকছে বলে প্রশাসন সূত্রে খবর। ভোটের দিন দুই আগেই পুলিশ ভোট হবে এমন এলাকাগুলি দখল নিতে ‘এরিয়া ডমিনেশন’ শুরু করে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মে ২০১৮ ০১:৪৬
Share:

পথে: ঝড়-বৃষ্টিতে নাজেহাল ভোটকর্মীরা চলেছে বুথের দিকে। পান্ডুয়ায়।

আজ ভোট। শেষবেলায় প্রস্তুতি সেরেছে পুলিশ। গ্রামীণ এবং কমিশনারেট এলাকা মিলিয়ে হুগলির মোট ৩০৬৯টি বুথের জন্য মোতায়েন করা হয়েছে ৮০০০ হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী। জেলায় ঢুকেছে ওডিশার পুলিশও। শনিবার রাত থেকে বেশ কিছু এলাকায় ধরপাকড়ও চালিয়েছে পুলিশ। তারই মধ্যে অভিযোগ উঠেছে, বিরোধী দলের কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করছে পুলিশ।

Advertisement

পঞ্চায়েতের প্রতিটি বুথে একজন সশস্ত্র ও একজন করে লাঠি ধারি পুলিশ থাকছে বলে প্রশাসন সূত্রে খবর। ভোটের দিন দুই আগেই পুলিশ ভোট হবে এমন এলাকাগুলি দখল নিতে ‘এরিয়া ডমিনেশন’ শুরু করে। শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে রাস্তার মোড়গুলিতে নাকা। শনিবার রাতভর পুলিশ চিরুনি তল্লাশি চালিয়েছে। কোন্নগরের কানাইপুর এলাকা থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয় নির্দল প্রার্থী প্রার্থী সোমা দে-র এজেন্ট পরিমল সরকারকে। পুলিশ জানিয়েছে, বাড়িতে বোমা রাখার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযোগে আরও তিন জনের বাড়িতে পুলিশ হানা দিলেও তাঁদের বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

নির্দল প্রার্থীর পক্ষ প্রচার করায় তাঁদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করে নির্দল প্রার্থী সোমা দে। ঘটনার প্রতিবাদে রবিবার সকালে কানাইপুরের চক্রবর্তী নগর এলাকার বিক্ষোভ দেখান মহিলারা।

Advertisement

হাওড়া

• জেলা পুলিশের কন্ট্রোল রুম ০৩৩-২৬৬১৬৪০০

• জেলা পর্যবেক্ষক-৯৪৩২৩৫৯৩৫২

পঞ্চায়েত

• মোট আসন ২৪৩১

•ভোট হচ্ছে ১৮৮১ আসনে।

পঞ্চায়েত সমিতি

• মোট আসন ৪৬২

• ভোট হচ্ছে ৩৬২ আসনে।

জেলা পরিষদ

• মোট আসন ৪০, সবেতেই ভোট হচ্ছে।

• বুথের সংখ্যা ২৮৮১।

• ভোটার মোট ২৫ লক্ষ ১ হাজার ৫৮৯—

পুরুষ ১২ লক্ষ ৯২ হাজার ৯২। মহিলা ১২ লক্ষ ৯ হাজার ৪৫১। অন্য ৪৬।

জেলা সিপিএমের সম্পাদক দেবব্রত ঘোষ বা জেলা বিজেপি সভাপতি সুবীর নাগ সকলেই এক সুরে জানিয়েছেন, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তাঁরা সংশয়ে রয়েছেন।

এরই মধ্যে প্রস্তুতি সারা হয়েছে। রবিবার সকালে হুগলির ১৮টি ব্লকের ভোট কর্মীরা রওনা দিয়ে দেন গন্তব্যে। তবে সকাল থেকে ঝড় বৃষ্টিতে অনেক ভোট কর্মীই বুথে পৌঁছেছেন দেরিতে। যদিও বিকেলের মধ্যেই সিঙ্গুর থেকে গোঘাট, উত্তরপাড়া-শ্রীরামপুর ব্লক থেকে বলাগড় সর্বত্রই পোলিং স্টেশনে ভোটকর্মীরা পৌঁছে গিয়েছেন বলে জানা গিয়েছে।

সিভিক ভলান্টিয়াররা চলেছেন বুথ পাহারায়। চণ্ডীতলার মশাটে।

হুগলি জেলা প্রশাসনের এক পদস্থ কর্তা বলেন, ‘‘চণ্ডীতলায় সরঞ্জাম নিতে ভোট কর্মীদের কিছুটা দেরি হয়েছিল। সেই কারণেই তাঁরা আটকে যান।’’

হাও়ড়া জেলার পঞ্চায়েত এলাকাগুলিতেও ভোটের প্রস্তুতি শেষ হয়েছে রবিবার সন্ধ্যায়ই। হাওড়ায় প্রায় সাড়ে তিন হাজার বুথে ভোট নেওয়া হবে। সকাল ৭টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ করার জন্য প্রায় ১০ হাজার কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়াও নিরাপত্তার জন্য থাকবেন প্রায় সাড়ে ৭ হাজার পুলিশকর্মী। কোথাও গোলমাল বাধলে পৌঁছে যাবে ‘কুইক রেসপন্স টিম’।

হুগলি

• জেলা পুলিশের কন্ট্রোল রুম (০৩৩) ২৬৮১-২৬৯৪ / ২৬৫৭

• চন্দননগর কমিশনারেট-(০৩৩) ২৬৮০ ৪৮২৭ / ৪৭৪৩

• গ্রামীণ জেলা পুলিশ-(০৩৩) ২৬৩০ / ৩০৩৭

• জেলা পর্যবেক্ষক-৯০৭৩৩৮৭২৭৪

পঞ্চায়েত

• মোট আসন ৩১৯২

• ভোট হচ্ছে ১৮৩৪ আসনে।

পঞ্চায়েত সমিতি

• মোট আসন ৬০৭

• ভোট হচ্ছে ৩৪৬ আসনে।

জেলা পরিষদ

• মোট আসন ৫০, ভোট হচ্ছে ৩৭।

• বুথের সংখ্যা ৩১২৩।

• ভোটার মোট ৩২ লক্ষ ১২ হাজার ১২৩—

পুরুষ ১৬ লক্ষ ৪৫ হাজার ১৬৪। মহিলা ১৫ লক্ষ ৬৬ হাজার ৯১৫। তৃতীয় লিঙ্গ ৪৪।

জেলায় ১৫৭টি পঞ্চায়েতের আসন সংখ্যা ২৪৩১। এর মধ্যে ৫৫০ আসনে ভোট হচ্ছে না একের বেশি প্রার্থী মনোনয়নপত্র পেশ না করায়। ১৪টি পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ৪৬২টি। ১০০ আসনে ভোট হচ্ছে না এইসব আসনে একের বেশি প্রার্থী মনোনয়‌নপত্র পেশ না করায়। জেলা পরিষদের ৪০ আসনেই অবশ্য ভোট হচ্ছে। উদয়নারায়ণপুর, আমতা ১ এবং বাগনান ২ এই তিনটি ব্লকেই গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বেশিরভাগ আসনে ভোট হচ্ছে না এইসব আসনে একের বেশি প্রার্থীর মনোনয়নপত্র জমা না পড়ায়। ফলে এই তিনটি ব্লকে ভোটকর্মীর সংখ্যা তুলনামূলকভাবে কম লাগছে।

যে হেতু জেলা পরিষদের সব আসনেই ভোট হচ্ছে তাই বুথওয়ারি পুলিশকর্মীর সংখ্যার হেরফের হচ্ছে না। পাঁচলা এবং জগৎবল্লভপুরের দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া হাওড়ায় মনোনয়নপত্র জমা দেওয়া দেওয়ার পর্ব শান্তিপূর্ণই ছিল।

জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভোটের দিনও অশান্তি রুখতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার দুপুর থেকেই বিভিন্ন ব্লকের ডিসিআরসি থেকে ভোটকর্মীরা ভোটগ্রহণ কেন্দ্রে রওনা দেন। তবে বিকেল থেকে ঝড়বৃষ্টি শুরু হওয়ায় তাঁরা কিছুটা অসুবিধায় পড়েন।

ছবি: সুশান্ত সরকার ও দীপঙ্কর দে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement