উদ্দেশ্য ছিল দানের জমিতে চক্ষু হাসপাতাল তৈরি করার। কিন্তু কয়েক দশক কেটে গেলেও সেই জমিতে আজও হাসপাতাল হয়নি। উল্টে ওই জবরদখল হয়ে যাচ্ছে, মদ ও গাঁজার আসর বসছে বলে স্থানীয় বাসিন্দাদের। এই চিত্র জগৎবল্লভপুরের মাজু এলাকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু বছর আগে এই মাজু গ্রামে এক তৈল উত্তোলনকারী সংস্থা এখানে তেলের সন্ধানে আসে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তারা জমি নেয়। তৈরি করে কর্মীদের থাকার ঘর, অফিসঘরও। কিন্তু তেল না মেলায় তারা জায়গাটি ছেড়ে চলে যায়। তখন স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রায় দেড় বিঘা একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করেন। ওই সংস্থাটি তৈরি করেছিলেন স্থানীয় বাসিন্দা সুবল সর্বাধিকারী। জমি পাওয়ার আগে প্রথমে তিনি এলাকার একটি স্কুলে সংস্থাটি চালাতেন। সেখানে চক্ষু চিকিৎসা হতো। দূর-দূরান্ত থেকে লোকেরা আসতেন চোখের চিকিৎসা করাতে। সপ্তাহে একদিন করে সেখানে চিকিৎসকরা আসতেন কলকাতা থেকে। বিনা পয়সায় এখানে রোগীদের চোখের ছানি অপারেশন করতেন চিকিৎসকেরা। রোগীরা এখানে থাকতেনও। বিনা পয়সায় তাঁদের ওষুধ ও চশমা দেওয়া হতো।
দানের জমি ছাড়াও সুবলবাবু আরও কিছু জমি কেনেন। সেখানে তিনি চক্ষু হাসপাতাল তৈরিরও পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেই সব কর্মকাণ্ড রূপায়ণ হওয়ার পূর্বেই তিনি মারা যান। তার পর সংস্থার দায়িত্বে আসে ওই সংস্থার সহ-সভাপতি তথা সিপিএমের কৃষক সমিতির জেলা কমিটির সদস্য সিরাজুল ইসলাম। কিন্তু অভিযোগ তাঁর সময়ে সংস্থার উন্নতি তো হয়নি, সংস্থাটি বন্ধ হয়ে গিয়েছে। কিছু জমি বিক্রিও করে দেওয়া হয় বলে অভিযোগ।
খোঁজ নিয়ে জানা গিয়েছে, সংস্থার জমি জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতিকে কিছু জমি বিক্রি করা হয়েছে একটি কমিউনিটি হল ও কিছু দোকানঘর তৈরির জন্য। এই ঘটনায় ক্ষুব্ধ জমিদাতা ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, সিপিএমের কমিটির উদাসীনতার কারণেই এই অবস্থা সংস্থাটির। সেটা অবিলম্বে চালু করা হোক। ওই সংস্থার বিরুদ্ধে জমি দুর্নীতির অভিয়োগও রয়েছে। ওই দুর্নীতির তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
যদিও সংস্থার এই অবস্থার জন্য আর্থক সমস্যাকেই দায়ী করা হয়েছে। সংস্থার সহসভাপতি তথা সিপিএমের কৃষক সমিতির জেলা কমিটির সদস্য সিরাজুল ইসলাম বলেন, ‘‘আর্থিক সমস্যা রয়েছে। ফলে সংস্থাটির কাজ ঠিকমতো করা সম্ভব হচ্ছে না। নতুন কমিটি সম্প্রতি গঠিত হয়েছে। চক্ষু পরীক্ষা চালু বা অন্যান্য উন্নয়ণমূলক কাজগুলি কীভাবে নতুন ভাবে করা যায়, তার জন্য চিন্তাভাবনা করা হচ্ছে।’’ তবে তিনি দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।’’ জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের হাফিজুর রহমান বলেন, ‘‘অভিযোগ আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব। সেই সঙ্গে সংস্থাটি যাতে ফের ঠিক মতো চলে সেটাও দেখছি।’’
দুর্ঘটনায় মৃত্যু। জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে গাড়ির ধাক্কায় প্রাণ গেল শ্বশুরের। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বসিরহাটের মাটিয়ার টাকি রোডে। পুলিশ জানায়, নরেন্দ্রনাথ রায় (৫৯) নামে ওই ব্যক্তি থাকতেন বারাসতে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। গাড়িটি আটক করে চালককে গ্রেফতার করেছে পুলিশ।