পাল্টা নালিশ

ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন— এই দাবি করে প্রতিবাদ জানানো আইএমএ হুগলি শাখা। বুধবার আইএমএ হুগলি শাখার পক্ষে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তীর কাছে স্মারকলিপিও দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তারকেশ্বর শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ০১:০২
Share:

ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন— এই দাবি করে প্রতিবাদ জানানো আইএমএ হুগলি শাখা। বুধবার আইএমএ হুগলি শাখার পক্ষে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তীর কাছে স্মারকলিপিও দেওয়া হয়। তাদের দাবি, কোনও তথ্য প্রমাণ ছাড়াই তারকেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক রঞ্জনকুমার দের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিডিও। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ‘‘পুরো বিষয়টি তদন্তের জন্য বুধবারই একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের কাজও শুরু হয়ে গিয়েছে।’’ তারকেশ্বর বিডিও প্রভাংশু হালদার বলেন, ‘‘দুর্নীতি সংক্রান্ত সব তথ্য আগেই কর্তৃপক্ষর কাছে পাঠিয়েছি।’’ ব্লক প্রশাসন সূত্রে খবর, তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল সংস্কারের কাজ, কর্মাসিয়াল নয় এমন গাড়ি ভাড়া নেওয়া ইত্যাদি নানা ক্ষেত্রে ভুয়ো বিল করে সরকারি অর্থ তছরুপের প্রমাণপত্র-সহ ব্লক স্বাস্থ্য আধিকারিক রঞ্জনকুমার দে-র বিরুদ্ধে ব্লক প্রশাসন জেলা স্বাস্থ্য দফতরে অভিযোগ জানায়। তার ভিত্তিতে মঙ্গলবার জেলা সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক (তিন) নীলাঞ্জন গঙ্গোপাধ্যায় তদন্তেও আসেন। অভিযুক্ত স্বাস্থ্য কর্তা রঞ্জনকুমার দে বলেন, ‘‘কোনও দুর্নীতি হয়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement