বর্জ্যে ফসল নষ্ট, সিঙ্গুরে ভুজিয়া কারখানায় বিক্ষোভ

বর্জ্য জল খেতে জমে চাষ নষ্ট হচ্ছে, এই অভিযোগে সোমবার সকালে সিঙ্গুরের একটি ভুজিয়া কারখানায় বিক্ষোভ দেখাল গ্রামবাসী। গাড়ি ভাঙচুর করা হয় কারখানা মালিকের। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়।

Advertisement
শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ০০:২৩
Share:

বর্জ্য জল খেতে জমে চাষ নষ্ট হচ্ছে, এই অভিযোগে সোমবার সকালে সিঙ্গুরের একটি ভুজিয়া কারখানায় বিক্ষোভ দেখাল গ্রামবাসী। গাড়ি ভাঙচুর করা হয় কারখানা মালিকের। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সিঙ্গুরের বারুইপাড়া পঞ্চায়েতের ঘনশ্যামপুরে ২০০৬ সালে একটি খাদ্য প্রস্তুতকারক সংস্থা কারখানাটি তৈরি করে। চারপাশে টিন দিয়ে ঘিরে দেওয়া হয়। গ্রামবাসীর অভিযোগ, নিকাশির ব্যবস্থা না করেই কারখানা হয়েছে। কারখানার বর্জ্য নালা দিয়ে সোজা চাষের জমিতে পড়ে চাষ নষ্ট হচ্ছে। তার উপর টানা বৃষ্টিতে কারাখানা লাগোয়া জমিতে জল জমে গিয়েছে। কারখানা কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় এ দিন সকালে গ্রামবাসীরা নয়নজুলি পরিষ্কার করার সময় টিন খোলা নিয়ে দু’পক্ষে বচসা বাধে। গ্রামবাসী হারাধন দাস বলেন, ‘‘ওই কারখানা লাগোয়া আমার দেড় বিঘা জমি রয়েছে। নিকাশি না থাকায় নোংরা জলে ফসল নষ্ট হচ্ছে।’’ কারখানা মালিক মহাপ্রভু অগ্রবালের অভিযোগ, ‘‘কিছু গ্রামবাসী ব্যবসা চালাতে দিচ্ছেন না। ওঁরা টাকা দাবি করছেন। এমন হলে কারখানা অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement