তারকেশ্বরে দুধপুকুরের জল দূষণ বন্ধের জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতর একটি প্রকল্প চালু করতে চলেছে। শনিবার জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্তারা তারকে য়ে বিষয়টি খতিয়ে দেখেন। আগে দুধপুকুর লাগোয়া মন্দির সংলগ্ন জায়গায় জলশোধনের একটি প্রকল্প চালু ছিল। সেটিকে সারিয়ে ফের চালু করা করা যায় সেটাও এ দিন খতিয়ে দেখা হয়। জেলা প্রশাসনের এক কর্তা জানান, ২৭ জুনের মধ্যে এ বিষয়ে পুরো রিপোর্ট পেশ করা হবে।