হুগলিতে দু’টি পথ দুর্ঘটনায় মৃত ৫, আহত ৪

রবিবার হুগলিতে দু’টি পৃথক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত তিনজন আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি। এ দিন রাত ৮টা নাগাদ গোঘাটের পাতুলসারায় বাস এবং ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ভুটভুটির তিন আরোহীর মৃত্যু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গোঘাট ও সিঙ্গুর শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ০০:৪৭
Share:

রবিবার হুগলিতে দু’টি পৃথক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত তিনজন আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি। এ দিন রাত ৮টা নাগাদ গোঘাটের পাতুলসারায় বাস এবং ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ভুটভুটির তিন আরোহীর মৃত্যু হয়। চারজনকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে মারা যান একজন। পুলিশ সূত্রে খবর, তারকেশ্বর থেকে হলদিয়া রুটের একটি বাসের সঙ্গে পাতুলসারা মোড়ের কাছে ওই ভুটভুটির সংঘর্ষ হয়। সেটিতে রাজমিস্ত্রির কাজ করা জনা দশেক শ্রমিক যাচ্ছিলেন। সকলেরই বাড়ি গোঘাটে। ঘটনাস্থলেই তিনজন মারা যান। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ দিনই দুপুরে সিঙ্গুরের হাকিমপুরে চন্দননগর থেকে নসিবপুরে যাওয়ার রাস্তায় ট্রেলারের ধাক্কায় মৃত্যু হয় এক মোটরবাইক আরোহীর। পুলিশ জানায়, মৃতের নাম ইন্দ্রজিৎ দাস (৫০)। বাড়ি সিঙ্গুরেরই আঁটিশেওড়ায়। তিনি ইটভাটায় কাজ করতেন। পুলিশ সূত্রে খবর, দুপুর দেড়টা নাগাদ ইন্দ্রজিৎবাবু মোটর বাইকে গ্রামের রাস্তা থেকে ওই সড়কে ওঠার সময় চন্দননগরমুখী একটি ট্রেলার তাঁকে ধাক্কা মেরে পালায়। রক্তাক্ত অবস্থায় তিনি লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ওই রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। তার পরিণতিতেই ওই দুর্ঘটনা ঘটেছে। অবিলম্বে ওই রাস্তায় যান নিয়ন্ত্রণের দাবি জানান তাঁরা। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। সিঙ্গুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

Advertisement

মৃতদেহ ময়না-তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement