বিপজ্জনক: বাসের ছাদে এভাবেই শুয়ে-বসে যাত্রা তৃণমূল সমর্থকদের। হুগলিতে। ছবি: দীপঙ্কর দে
তৃণমূলের সমাবেশে যাতায়াতের পথে হুগলিতে পৃথক তিনটি দুর্ঘটনায় জখম হলেন ২৪ জন। আহতদের মধ্যে কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারও রয়েছেন। সব দুর্ঘটনাগুলিই ঘটেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে।
পুলিশ জানায়, বাঁকুড়ার খাতড়া থেকে সমাবেশে যাওয়ার সময় ভোর চারটে নাগাদ একটি বাস সিঙ্গুরের রতনপুরের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। বাসটিতে প্রায় ৭০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ১৮ জন আহত হন। বেগতিক বুঝে চালক পালান। আহতদের সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে ৪ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকিদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সকাল সাড়ে ৯টা নাগাদ দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ডানকুনি চৌমাথার কাছে। পুলিশ জানায়, সমাবেশমুখী দু’টি বাস রাস্তার ধারে দাঁড়িয়েছিল। গাড়ি দু’টিকে পাশ কাটিয়ে এগোতে গিয়ে মঙ্গলকোট থেকে একটি বাস শুভঙ্কর দেবনাথ নামে কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মারে। সহকর্মীরা তাঁকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করান। পরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুভঙ্করের বাড়ি জাঙ্গিপাড়ার রাজবলহাটে। তিনি জাঙ্গিপাড়া থানায় কর্মরত। পুলিশ জানিয়েছে, বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক।
ভুরিভোজ: সমাবেশ সেরে ফেরার পথেই খাওয়াদাওয়া। ধূলাগড়িতে। নিজস্ব চিত্র
সমাবেশ শেষে বর্ধমানের কেতুগ্রামে ফেরার সময় ডিভাইডারে ধাক্কা মেরে একটি মারুতি ভ্যান উল্টে পাঁচ জন জখম হন। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে সিঙ্গুরের ঘনশ্যামপুর মোড়ের কাছে। আহতদের সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৪ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। অপর জনকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়।
অন্য দিকে, বর্ধমানমুখী লেন ভেঙে কলকাতামুখী লেনে উঠতে গিয়ে একটি ট্রেলার রাস্তার মাঝে আটকে পড়লে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজট হয়। পুলিশ জানায়, ঘটনার জেরে বর্ধমানমুখী লেনে গাড়ির লাইন পড়ে যায়। পরিস্থিতি সামলাতে নাকাল হতে হয় পুলিশকর্মীদের। পরে ক্রেন এনে ট্রেলারটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ট্রেলার এবং চালককে আটক করা হয়েছে।