হুগলি জেলার বিভিন্ন এলাকা জলমগ্ন নিজস্ব চিত্র।
রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হুগলি জেলার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। উত্তরপাড়ায় কাঁঠালবাগানে সাবওয়েতে জল জমে যান চলাচল বন্ধ হয়ে যায়। হিন্দমোটর স্টেশন সংলগ্ন এলাকাতেও জল জমে দুর্ভোগ বেড়েছে বাসিন্দাদের। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে হুগলি-চুঁচুড়া পুরসভার ধরমপুর, পীরতলা, ইঞ্জিনিয়ার বাগান সহ বেশ কয়েকটি এলাকা। শ্রীরাপুরের মাহেশের জিতেন লাহিড়ি রোড, জাননগর রোড জলের তলায়। অন্যদিকে দ্বারকেশ্বর নদীর জল উপচে আরামবাগ শহরের বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। দুই নম্বর ওয়ার্ডের বাঁধপাড়া এলাকা সবচেয়ে বেশি জল জমেছে।
অন্যদিকে দ্বারকেশ্বর নদীর জল উপচে আরামবাগ শহরের বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। জল ঢুকেছে বহু বাড়িতে। আরামবাগ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁধপাড়া এলাকা সবচেয়ে বেশি জল জমেছে। দুর্গতদের বাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাঁধের উপর। তাঁদের শুকনো খাবার দেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। দুর্গত এলাকা পরিদর্শনে যান আরামবাগ পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান স্বপন নন্দী।
বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ডানকুনি পুরসভারও বেশ কয়েকটি ওয়ার্ড। স্টেশন রোড-সহ শহরের অলিগলি রাস্তা জলের তলায়। জল ঢুকেছে বাড়িতে। পাম্প চালিয়ে জল বার করার কাজ চলছে। বিধায়ক স্বাতী খন্দকার বলেন, ‘‘কয়েকটি ওয়ার্ডে জল আছে। পুরসভা থেকে পাম্প চালানো হচ্ছে। জল কী ভাবে বার করা যায় তা নিয়ে বৈঠক হয়েছে। আমরা চেষ্টা করছি। খাল সংস্কার হবে। তা হলে সমস্যা দূর হবে।’’