Fire

হাওড়ায় চলন্ত ট্রাকে আগুন! পুড়ে খাক লক্ষাধিক টাকার জিনিসপত্র, জাতীয় সড়কে যানজট

দুর্ঘটনাগ্রস্ত ট্রাকে দাঁতের মাজন এবং ব্রাশ ছিল। প্রায় সবই পুড়ে গিয়েছে। চালকের দাবি, ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

সাঁকরাইল শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৯:৩০
Share:

রাস্তার উপরে জ্বলছে ট্রাক। —নিজস্ব চিত্র।

জাতীয় সড়কে চলন্ত ট্রাকে আগুন! মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার সাঁকরাইল থানার ধুলাগড় সেতুর উপর এই ঘটনা ঘটে। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, হাওড়ার আলমপুর থেকে ওড়িশার দিকে যাচ্ছিল মালবোঝাই একটি ট্রাক। সাঁকরাইলে জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় আচমকা আগুন লেগে যায় ট্রাকটিতে। রাস্তার এক ধারে দাঁড়িয়ে পড়ে ট্রাকটি। খবর যায় থানা এবং দমকলে।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রাকে দাঁতের মাজন এবং ব্রাশ ছিল। প্রায় সবই পুড়ে গিয়েছে। চালকের দাবি, ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন যায়। তারাই আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের প্রাথমিক অনুমান, ইঞ্জিনে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ড হয়েছে। এর জেরে জাতীয় সড়কে যানজট হয়। পরে পুলিশ এসে ক্রেনের সাহায্যে ট্রাকটিকে সরিয়ে নিয়ে যায়। স্বাভাবিক হয় যান চলাচল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement