— প্রতীকী চিত্র।
বাজি ফাটাতে গিয়ে অগ্নিকাণ্ড ঘটল বাড়িতে। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে ভস্মীভূত হল পাশের দোকানও। প্রাণ গেল মোট তিন জনের। শুক্রবার হাওড়ার উলুবেড়িয়ার বাজারপাড়া এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মৃতদের তিন জনই শিশু। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ এবং দমকলবাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা কাজল মিস্ত্রির বাড়ির সামনে কচিকাঁচা কয়েক জন বাজি পোড়াচ্ছিল। সেখানে চরকি পোড়ানোর সময় আগুনের ফুলকি থেকে অগ্নিকাণ্ড ঘটে। বাড়িতে থাকা রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। ঘরের মধ্যে থাকা পরিবারের সদস্যেরা আটকে পড়েন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তানিয়া মিস্ত্রি, ইশান ধাড়া এবং মমতাজ খাতুনের। জখম হয়েছে মনীষা খাতুন নামে এক কিশোরী। তাঁদের সবাইকে পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিন জনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকেরা। আশঙ্কাজনক অবস্থায় দু’জন উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর।
আগুন লাগার খবর পাওয়ার কিছু ক্ষণের মধ্যে ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন। উলুবেড়িয়া থানার পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। স্থানীয়দের মধ্যে কয়েক জন জানিয়েছেন, ভস্মীভূত হওয়া বাড়িটিতে প্রচুর বাজি মজুত করে রাখা ছিল। তা ছাড়া, পেট্রল এবং ডিজেল রাখা ছিল বাড়িতে। সেই কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পাশের একটি দোকানেও আগুন লেগে যায়।
ওই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান হাওড়া গ্রামীণ পুলিশের পদস্থ কর্তারা। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে।