তারকেশ্বর মন্দির। নিজস্ব চিত্র।
ভক্তদের জন্য বৃহস্পতিবার থেকে খুলে যাচ্ছে তারকেশ্বর মন্দির। প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত মন্দির খোলা থাকবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। মন্দিরের ১ এবং ২ নম্বর গেট দিয়ে ঢুকতে পারবেন ভক্তরা। তবে যেতে পারবেন না গর্ভগৃহে। কোভিড বিধি মেনে ঢোকার পাশাপাশি চোঙের মাধ্যমে জল ঢালতে হবে ভক্তদের।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই সাবধানী হন মন্দির কর্তৃপক্ষ। গত ১০ এপ্রিল থেকে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ হয়। তখন থেকেই সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকত মন্দির। ৯ মে মন্দির চত্বরে বেশ কয়েকজন কোভিডে আক্রান্ত হন। তার পরই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় মন্দির। বৃহস্পতিবার থেকে কয়েক ঘণ্টার জন্য ফের খোলা হবে মন্দির। আগামী দিনে করোনা পরিস্থিতি কী দাঁড়ায়, তা দেখে মন্দির খোলা রাখার সিদ্ধান্তের পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।