মঙ্গলবার সন্ধ্যা নাগাদ মৃত ছাত্র নেতার বাড়িতে গিয়ে সিট সদস্যরা প্রায় দশ মিনিট মতো থাকেন। কথাও বলেন তাঁর বাবার সঙ্গে। পরিবারের এক সদস্যের অভিযোগ, তদন্তের স্বার্থে মোবাইল না দিলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন সিট সদস্যরা।
ফাইল ছবি
মৃত ছাত্র নেতা আনিস খানের বাড়িতে সন্ধ্যায় ফের গেল বিশেষ তদন্তকারী দল বা সিটের সদস্যরা। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, তদন্তকারী আধিকারিকরা একটি নোটিশ দেন আনিসের বাবাকে। সেই নোটিশে, তদন্তের স্বার্থে আনিসের মোবাইলটি পুলিশকে দেওয়ার কথা বলা হয়েছে। তবে আবারও তাঁর বাবা জানিয়ে দেন, পুলিশকে তারা মোবাইল দেবেন না। দিলে তা সিবিআই বা আদালতকে দেবেন।
মঙ্গলবার সন্ধ্যা নাগাদ মৃত ছাত্রনেতার বাড়িতে গিয়ে সিট সদস্যরা প্রায় দশ মিনিট মতো থাকেন। কথাও বলেন তাঁর বাবার সঙ্গে। পরিবারের এক সদস্যের অভিযোগ, তদন্তের স্বার্থে মোবাইল না দিলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন সিট সদস্যরা। কিন্তু আনিসের বাবা বলেন, ‘‘মোবাইল দিতে হলে আদালতের হাতেই তুলে দেব।’’ তাঁর পরিবারের অভিযোগ, মোবাইলটি দিয়ে দিলে পুলিশ আনিসকে ‘অপরাধী’ বানিয়ে দিতে পারে।
তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইলটি নেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হতে পারে তারা। মঙ্গলবার রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আমতা থানায় যান। বেশ খানিক ক্ষণ বৈঠক করেনও তাঁরা।
সিট সদস্যরা মৃত ছাত্রনেতার বাড়িতে যাওয়ার আগে এলাকাবাসীরা সিবিআই তদন্তের দাবি করে মোমবাতি মিছিল করেন।