West Bengal Panchayat Election 2023

পান্ডুয়ায় প্রচারে সৌগত, দেখা নেই অনেক নেতার 

বুধবার সকালে সৌগত বৈঁচিতে পথসভা করেন। গ্রামে ঘুরেও প্রচার করেন। সঙ্গে ছিলেন সঞ্জয় এবং জেলা পরিষদের প্রার্থী মানস মজুমদার-সহ দলের গুটিকয়েক কর্মী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পান্ডুয়া শেষ আপডেট: ২৯ জুন ২০২৩ ০৮:৩২
Share:

দলীয় প্রার্থীদের হয়ে বুধবার পান্ডুয়ায় প্রচারে তৃণমূল সাংসদ সৌগত রায়। —নিজস্ব চিত্র।

দলীয় প্রার্থীদের হয়ে বুধবার হুগলি জেলার পান্ডুয়ায় প্রচারে এসেছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। কিন্তু, দলের স্থানীয় নেতাদের অনেকেরই দেখা মিলল না। অনেকেই দাবি করলেন, ডাক পাননি। দলের ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ বলোন, ‘‘সবাইকে জানিয়েছিলাম। কেউ না এলে আমি কী করব!’’

Advertisement

পরিস্থিতি দেখে তৃণমূলেরই অনেকে বলছেন, ভোটের ক’দিন আগেও দলে অনৈক্যের ছায়ার দৈর্ঘ্য বেড়েছে বই কমেনি।

বুধবার সকালে সৌগত বৈঁচিতে পথসভা করেন। গ্রামে ঘুরেও প্রচার করেন। সঙ্গে ছিলেন সঞ্জয় এবং জেলা পরিষদের প্রার্থী মানস মজুমদার-সহ দলের গুটিকয়েক কর্মী। দলের হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক তথা প্রাক্তন ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায়, ব্লক আইএনটিটিইউসি সভাপতি আব্দুল মান্নান মণ্ডল, পঞ্চায়েত সমিতির প্রার্থী সঞ্জিৎ বন্দ্যোপাধ্যায়, আনিসুল ইসলামদের দেখা যায়নি। গত পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছিলেন ২০১৬ সালে বিধানসভা ভোটের তৃণমূল প্রার্থী, ফুটবলার রহিম নবি। সৌগতর এ দিনের কর্মসূচিতে তিনিও ছিলেন না।

Advertisement

শাসক দলের বর্ষীয়ান নেতা অসিত বলেন, ‘‘আমাকে কেউ জানায়নি। তা ছাড়া, অযোগ্য বলে দল আমাকে প্রার্থীও করেনি। আমি আমার মতো দলের হয়ে প্রচার করছি।’’ রহিম নবি জানান, তিনি ছোটদের খেলা নিয়ে ব্যস্ত। প্রচারে এখনও যাননি। যাবেন। সঞ্জিৎ বৈঁচি এলাকারই নেতা। তাঁর খেদ, ‘‘বৈঁচিতেই আছি। সাংসদের কর্মসূচির কথা আমাকে বলাই হয়নি। ডাকলে অবশ্যই যেতাম। দলের কর্মীদের মনোবল বাড়ত।’’

দলের স্থানীয় নেতাদের একাংশের অনুপস্থিতি নিয়ে প্রশ্নে সৌগতর বক্তব্য, ‘‘হুগলিতে দলের সংগঠন নিয়ে আমি কোনও দিন কাজ করিনি। দল আমাকে প্রচারে যেখানে পাঠাচ্ছে, যাচ্ছি। আমার সঙ্গে প্রচারে কে থাকবেন, স্থানীয় নেতৃত্বই সেই সিদ্ধান্ত নেবেন।’’ দলের প্রতীক না পেয়ে নির্দল হিসাবে ভোটে দাঁড়ানো প্রার্থীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘‘এখনও সময় আছে, লিফলেট ছড়িয়ে প্রচার করুন, দলেই আছেন। দলের সঙ্গেই কাজ করুন। না হলে দল কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement