WB Panchayat Election 2023

একই বাড়ির তিন জন প্রার্থী, ক্ষোভ তৃণমূলে

পান্ডুয়ার দ্বারবাসিনী এলাকার বাসিন্দা, তৃণমূল কর্মী ললিত ক্ষেত্রপালকে জেলা পরিষদে প্রার্থী করেছে দল। তাঁর স্ত্রী নবমিতা পান্ডুয়া পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন।

Advertisement

সুশান্ত সরকার 

পান্ডুয়া শেষ আপডেট: ১৭ জুন ২০২৩ ০৯:০৪
Share:

ললিত ক্ষেত্রপাল। Sourced by the ABP

স্বামী জেলা পরিষদে, স্ত্রী পঞ্চায়েত সমিতিতে এবং তাঁর ভাই পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী।

Advertisement

শাসক দলের প্রার্থী-তালিকা প্রকাশের পর থেকেই পান্ডুয়ায় দলের নেতা-কর্মীদের একাংশ অসন্তুষ্ট। সেই অসন্তোষ সামনেও এসেছে। তাঁদের অভিযোগ, অনেক যোগ্য এবং পুরনো নেতা-কর্মীকে বঞ্চিত করা হয়েছে। এ বার একই বাড়ির তিন জনের দলীয় টিকিট পাওয়ায় সেই ক্ষোভের মাত্রা বাড়ল।

পান্ডুয়ার দ্বারবাসিনী এলাকার বাসিন্দা, তৃণমূল কর্মী ললিত ক্ষেত্রপালকে জেলা পরিষদে প্রার্থী করেছে দল। তাঁর স্ত্রী নবমিতা পান্ডুয়া পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন। ললিতের শ্যালক নারায়ণ দাস ওই বাড়িতেই থাকেন। তাঁকে তৃণমূল পাঁচঘড়া তোরগ্রাম পঞ্চায়েতের প্রার্থী করেছে।

Advertisement

ললিতের বক্তব্য, ‘‘দল যদি আমাদের তিন জনকেই টিকিট দেয়, সে ক্ষেত্রে আমার কী করার আছে? তবে, স্ত্রী মনোনয়ন প্রত্যাহার করতে চাইছে। সে কথা দলের ব্লক সভাপতিকে বলেছি।’’

তৃণমূলের একটি সূত্রে জানা গিয়েছে, এই ব্লকে ত্রি-স্তর পঞ্চায়েতে প্রার্থীদের নামের তালিকা দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানোর দায়িত্ব ছিল দলের ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ এবং পান্ডুয়ার বিধায়করত্না দে নাগের উপরে। তালিকা প্রকাশের পরে দেখা যায়, দল মান্যতা দিয়েছে ব্লক সভাপতির তালিকাকে। অন্য তালিকার কারও শিকেছেঁড়েনি। এতে সঞ্জয় বিরুদ্ধে দলের স্থানীয় নেতা-কর্মীদের একাংশের ক্ষোভ জমেছে।

পান্ডুয়া পঞ্চায়েত সমিতির বিদায়ী শিক্ষা কর্মধ্যক্ষ সঞ্জীব ঘোষ বলেন, ‘‘আমাদের ক্ষোভের কথা দলীয় নেতৃত্বকে জানাব।’’ সঞ্জয়ের দাবি, ‘‘দলের পক্ষ থেকে শেষ মুহূর্তে প্রার্থী-তালিকা ঘোষণা হওয়ায় একটু সমস্যা হয়েছে। সব মিটে যাবে। ব্লকে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভ নেই। একই বাড়ির যে তিন প্রার্থীর কথা বলা হচ্ছে, তাঁদের মধ্যে এখজন সম্ভবত মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement