নিজস্ব চিত্র।
হাওড়া স্টেশন থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে রুপোর গয়নাও। আরপিএফ সূত্রে খবর, নগদ অন্তত ৩৩ লক্ষ টাকা মিলেছে। পাওয়া গিয়েছে প্রায় ৪৫ কেজি রুপোর গয়না।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে আরপিএফের কাছে গোপন সূত্র মারফত খবর আসে, পার্সেল অফিসের কাছে তিনটি জুটের ব্যাগ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আরপিএফ জওয়ানরা। সেই ব্যাগ খুলেই থরে থরে টাকার নোট উদ্ধার হয়। সঙ্গে রুপোর গয়না। সব মিলিয়ে ওই ব্যাগ থেকে ৩৩ লক্ষ ২২ হাজার টাকা মিলেছে। ব্যাগের মালিকের অবশ্য কোনও খোঁজ মেলেনি। পরে আরপিএফের পক্ষ থেকে উদ্ধার হওয়া নগদ টাকা এবং রুপোর গয়না রাজ্য সরকারের কর দফতরের হাতে তুলে দেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে একাধিক বার লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে হাওড়া স্টেশন থেকে। এই প্রবণতা থেকেই স্টেশন চত্বরে নজরদারি আরও বাড়িয়েছে আরপিএফ।