চেহারা বদলাতে চলেছে হাওড়া স্টেশনের। — ফাইল চিত্র।
একেবারেই বদলে যাচ্ছে হাওড়া স্টেশন। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রেলস্টেশনটির আগাপাশতলা বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ। আধুনিকতার ছাপ পড়তে চলেছে সর্বত্র। সোমবার এমনটাই জানিয়েছেন হাওড়ার ডিআরএম মণীশ জৈন।
রেল সূত্রে জানা গিয়েছে, দেশ জুড়ে ৪০টি গুরুত্বপূর্ণ স্টেশনকে অত্যাধুনিক করার সিদ্ধান্ত নিয়েছে রেল। সেই তালিকায় রয়েছে হাওড়াও। আগামী কয়েক বছরের মধ্যে ভোলবদলে যাবে হাওড়া স্টেশনের। দিনের পর দিন বাড়ছে যাত্রী সংখ্যা বাড়ছে। সেই কারণেই এই আধুনিকীকরণের সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
হাওড়ার ডিআরএম বলেন, ‘‘হাওড়া স্টেশনের চারপাশে এলিভেটেড রোড তৈরি হবে। সেই রাস্তা ধরে স্টেশনে পৌঁছে যাওয়া যাবে। যাঁরা স্টেশন থেকে বাইরে বেরোবেন তাঁদের গ্রাউন্ড ফ্লোরের রাস্তা ধরতে হবে। তা ছাড়া এয়ারপোর্টের মতো বসার লাউঞ্জও থাকবে। ট্রেনের ঘোষণা হওয়ার পর প্ল্যাটফর্মে যেতে পারবেন যাত্রীরা। আগামী ২০২৩ সালের মাঝামাঝি নতুন সেতুও তৈরি হয়ে যাবে।’’ হাওড়া স্টেশনের আধুনিকীকরণের পর ব্যান্ডেল স্টেশনেরও আধুনিকীকরণ হবে বলে জানিয়েছেন তিনি।