Rape Case At Bally

ঘরে ঢুকে কিশোরীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ হাওড়ার বালিতে! অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

পুলিশ সূত্রের খবর, ‘নির্যাতিতা’র বাড়ির কাছাকাছি অভিযুক্তের বাড়ি। কিশোরীর বাবা-মা বাড়িতে না-থাকার সুযোগে ওই যুবক তাঁদের বাড়িতে ঢোকেন। কিশোরীকে ভয় দেখিয়ে তার উপর অত্যাচার করেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৬
Share:
rape

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

বাড়িতে কিশোরী ছাড়া পরিবারের আর কেউ ছিল না। সেই সুযোগে ঘরে ঢুকে তাকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। সোমবার হাওড়ার বালি থানা এলাকায় ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ।

Advertisement

‘নির্যাতিত’ কিশোরীর পরিবারের অভিযোগ, বাড়িতে বড় কেউ-না থাকার সুযোগ নিয়ে এক প্রতিবেশী যুবক তাদের মেয়েকে ধর্ষণ করেছেন। পুলিশের কাছে ওই পরিবার জানিয়েছে, ১৩ বছরের নাবালিকার গলায় ছুরি ঠেকিয়ে তাকে ধর্ষণ করেন অভিযুক্ত। তার পর ভয় দেখিয়ে ওই বাড়ি থেকে চলে যান।

পুলিশ সূত্রের খবর, ‘নির্যাতিতা’র বাড়ির কাছাকাছি অভিযুক্তের বাড়ি। কিশোরীর বাবা-মা বাড়িতে না-থাকার সুযোগে ওই যুবক তাঁদের বাড়িতে ঢোকেন। আচমকা ছুরি বার করে কিশোরীকে ভয় দেখান। ১৩ বছরের নাবালিকার গলায় ছুরি ঠেকিয়ে তার উপর শারীরিক অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে। এমনকি, ওই ঘটনার কথা কাউকে বলে দিতে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে অভিযুক্ত ওই বাড়ি থেকে বেরিয়ে যায়।

Advertisement

মেয়েটি ওই ঘটনার পর থেকে অসুস্থ হয়ে পড়ে। বাবা-মা বাড়ি ফিরলে সে সব কথা খুলে বলে তাঁদের। সোমবারই কিশোরীর বাবা বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে ধর্ষণ-সহ পকসো আইনে মামলা রুজু হয়। কিছু ক্ষণের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ‘নির্যাতিত’ কিশোরীর ডাক্তারি পরীক্ষা করিয়ে তার গোপন জবানবন্দি নেওয়া হয় আদালতে। ধৃতকে আদালতে তোলা হলে তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement