মাউন্ট উচিটেল শৃঙ্গ জয়ের পর পাঁচ পর্বতারোহী। — নিজস্ব চিত্র।
কিরঘিজস্তানে মাউন্ট উচিটেল শৃঙ্গ জয় রাজ্যের পাঁচ পর্বতারোহীর। স্থানীয় গাইডদের দাবি, এই প্রথম কোনও ভারতীয় সেই শৃঙ্গ জয় করলেন।
মাউন্ট উচিটেল শৃঙ্গটির উচ্চতা ৪,৫৫০ মিটার। এই শৃঙ্গ জয় করতে সময় লাগে প্রায় ছ’ঘণ্টা। শুক্রবার ভোর ৫টায় অভিযান শুরু করেন পাঁচ পর্বতারোহী মলয় মুখোপাধ্যায়, দেবাশিস বিশ্বাস, সৌরভসিঞ্চন মণ্ডল, অভিজিৎ রায় এবং কিরণ পাত্র। পর্বতারোহীরা জানিয়েছেন, উচিটেল শব্দের মানে শিক্ষক। অনেকেই এই শৃঙ্গকে তাই ‘টিচার পিক’ বলেন। অত্যন্ত দুর্গম এই শৃঙ্গ অভিযান পর্বতারোহীদের অনেক পাঠই দেয়। পাঁচ পর্বতারোহীরা সফল অভিযান করে নেমে এসেছেন।
অভিযানের উদ্যোগ নিয়েছিল হাওড়ায় পর্বতারোহীদের একটি সংগঠন। আরোহীরা জানিয়েছেন, অভিযানকারী দলে ছিলেন বাংলাদেশের নাগরিকও। শেষ মুহূ্র্তে তাঁদের ভিসা বাতিল করে কিরঘিজস্তান। তাই শেষ পর্যন্ত মাউন্ট উচিটেল অভিযানে যান পাঁচ জন। সফলও হলেন তাঁরা।