কারখানা থেকে বেরচ্ছে ধোঁয়া।
হুগলির ডানকুনির একটি ব্যাটারি কারখানায় আগুন লাগল শনিবার সকালে। সকাল সাড়ে ৯টা নাগাদ দিল্লি রোডের ধারে ওই কারখানায় আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।
আগুন লাগতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। সেখানে কর্মরত শ্রমিকরা কোনও মতে কারখানা থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন। কেন আগুন লেগেছে সে ব্যাপারে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
কারখানার ভিতর ব্যাটারির বিভিন্ন সরঞ্জাম মজুত রয়েছে। যে গুলি অধিকাংশই দাহ্য পদার্থ। তাই আগুন লাগার পর সেগুলিও জ্বলতে থাকে। কারখানার ভিতরে অক্সিজেনের সিলিন্ডারও ছিল। আগুন লাগার পর তাতেও বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে ভয়াবহ আকার ধারণ করেছে ডানকুনির ব্যাটারি কারখানার আগুন।