Dev at Amta

‘খাদান’ সফল হলে আমতায় সিনেমা হল: দেব

প্রচারসভার প্রধান উদ্যোক্তা ছিলেন বিধায়ক সুকান্ত পাল। জেলার সিনেমা হলহীন এই প্রত্যন্ত এলাকায় দেবের ছবির প্রচারানুষ্ঠান দেখতে মানুষের উৎসাহ ছিল দেখার মতো।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৮
Share:
বাকসি ফুটবল মাঠে খাদান ছবির প্রচারে দেব।

বাকসি ফুটবল মাঠে খাদান ছবির প্রচারে দেব। নিজস্ব চিত্র।

নিজের আগামী ছবি ‘খাদান’-এর প্রচারে জয়পুরে এসে নাচে-গানে-কথায় দর্শকদের মাতিয়ে দিলেন দেব। শুক্রবার জয়পুরের বাকসি ফুটবল মাঠে ছিল প্রচারসভা। হাজার কুড়ি দর্শককে দেখে আপ্লুত দেব কথা দিলেন, ছবিটিকে যদি দর্শকরা
গ্রহণ করেন, তিনি আমতায় একটি সিনেমা হল করে দেওয়ার ব্যবস্থা করবেন।

বাকসি ফুটবল মাঠটি আমতা বিধানসভা কেন্দ্রে পড়ে। এই এলাকায় কোনও সিনেমা হল নেই। বাকসিতে আগে ‘ত্রিবেণী’ নামে একটি সিনেমা হল ছিল। বহু বছর আগেই তা বন্ধ হয়ে যায়। এই বিধানসভা কেন্দ্রের লাগোয়া আমতায় ‘চণ্ডী টকি়জ়’ নামে একটি সিনেমা হল উঠে গিয়ে তৈরি হয়েছে শপিং মল। ফলে, এখান থেকে কয়েক মাইল দূরে বাগনানে কয়েকটি সিনেমা হল থাকলেও সেখানে আমতার লোকজন খুব বেশি যান না। তাই দেবের আশ্বাসে গ্রামবাসীরা খুশি।

প্রচারসভার প্রধান উদ্যোক্তা ছিলেন বিধায়ক সুকান্ত পাল। জেলার সিনেমা হলহীন এই প্রত্যন্ত এলাকায় দেবের ছবির প্রচারানুষ্ঠান দেখতে মানুষের উৎসাহ ছিল দেখার মতো। বিকেল চারটেয় দেবের আসার কথা থাকলেও তিনি আসেন প্রায় দু’ঘণ্টা পরে। কিন্তু চারটে থেকেই হাজার হাজার গ্রামবাসী মাঠে হাজির ছিলেন।

দেব বলেন, ‘‘আমি শুধু আমার ছবির প্রচারে আসিনি। বাংলা ছবির প্রচারে এসেছি। দর্শকদের কাছে বাংলা ছবি দেখার আবেদন নিয়ে এসেছি। শিলিগুড়ি থেকে হাওড়া প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার ঘুরেছি। সর্বত্র এই উন্মাদনা দেখেছি। আমি সিনেমা হল ব্যবসায়ীদের বলছি, আপনারা হল খুলুন। দর্শক তৈরি আছেন।’’

মঞ্চে ওঠার আগে তিনি আনন্দবাজারকে বলেন, ‘‘দর্শকের প্রতিক্রিয়া সরাসরি জানার জন্য আমি এই ধরনের প্রচার কৌশল নিয়েছি। দর্শকদের মধ্যে বাংলা ছবি নিয়ে আগ্রহ তৈরির চেষ্টা করছি। আজ যতজন দর্শক মাঠে এসেছেন, তার অর্ধেকও যদি হলে যান, বাংলা ছবি সমৃদ্ধ হবে।’’

এ দিন দেবের সঙ্গে এসেছিলেন ‘খাদান’ ছবির অন্য অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীরা। তাঁরা মঞ্চে উঠে বাংলা ছবি দেখার জন্য দর্শকদের কাছে আবেদন জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন