Locket chatterjee

‘করোনা টিকা দেওয়া নিয়েও দলবাজি চলছে’! অভিযোগ বিজেপি সাংসদ লকেটের

লকেটরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকেরা কাছে একটি স্মারকলিপিও জমা দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হুগলি শেষ আপডেট: ০৪ জুন ২০২১ ২৩:২৫
Share:

মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে লকেট। নিজস্ব চিত্র।

করোনা টিকাকরণে দলবাজির অভিযোগ তুলে হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ হলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার বিকেলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তীর সঙ্গে দেখা করেন লকেট। সঙ্গে ছিলেন বিজেপি-র হুগলি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়,বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি সুরেশ সাউ। তাঁরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকেরা কাছে একটি স্মারকলিপিও জমা দেন।

Advertisement

লকেট বলেন, ‘‘করোনা টিকা দেওয়ার ক্ষেত্রেও রং দেখা হচ্ছে। তৃণমূলের পার্টি অফিস থেকে পঞ্চায়েত থেকে ফর্ম পূরণ করানো হচ্ছে। সেখানে নিজেদের লোককে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যার হয়ত এখনই প্রয়োজন নেই তাকে দেওয়া হচ্ছে, কারণ সে তৃণমূল করে। অথচ যাঁদের প্রয়োজন আছে তাঁরা পাচ্ছেন না। কারণ, তাঁরা হয়ত তৃণমূল করেন না তাই। হুগলির বিভিন্ন জায়গায় এটা হচ্ছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বিষয়টি জানানো হয়েছে। তিনি নির্দিষ্ট করে নাম দিতে বলেছেন। আমরা কয়েকদিনের মধ্যেই সেই নাম দিয়ে দেব। চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের খাবারের মান খারাপ নিয়েও মুখ্য স্বাস্থ্য আধিকারিক কে জানানো হয়েছে। সাংসদ হিসাবে এই করোনার সময় যদি কিছু করতে পারি সেকথাও বলেছি।অক্সিজেনের কথাও বলেছি।’’

হুগলি জেলা মুখা স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ‘‘টিকাকরণের বিষয়ে প্রতিটি দফতরের নির্দিষ্ট দায়িত্ব আছে। কারা টিকা পাবেন, কী ভাবে তাঁদের আনা হবে, নাম নথিভুক্ত করা, পোর্টালে নাম তোলা এগুলো দেখার জন্য নির্দিষ্ট লোক রয়েছে। যেমন পরিবহণ কর্মীদের জন্য পরিবহণ দফতর, হকারদের জন্য পুরসভা। এখন যেহেতু বেশি করে টিকা দিতে হবে, তাই আমরা দেখছি যিনি টিকা নিচ্ছেন তিনি সংশ্লিষ্ট দফতরের অনুমোদন প্রাপ্ত কি না। এখানে রাজনৈতিক দেখার কোনো জায়গা নেই। আগামী ডেসেম্বরের মধ্যে জেলায় অধিকাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষমাত্রা নিয়ে কাজ করছে হুগলি জেলা স্বাস্থ্য দফতর।’’ অন্যদিকে লকেটের অভিযোগ প্রসঙ্গে জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের ভুল নীতি এবং ভুল দিশার জন্যই সারা দেশে মানুষ আজও ঠিক ভাবে করোনা টিকা পাচ্ছেন না। এখানে ডেপুটেশন না দিয়ে লকেট চট্টোপাধ্যায়ের উচিত দিল্লিতে ডেপুটেশন দেওয়া।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement