খুলে গিয়েছে দুটি কামরার কাপলার। — নিজস্ব চিত্র।
দু’টি বগির কাপলার খুলে বিচ্ছিন্ন হয়ে গেল লোকাল ট্রেনের কয়েকটি কামরা। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে হাওড়া-খড়্গপুর রেলপথের আবাদা স্টেশনে। ওই ঘটনার তদন্ত হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ উলুবেড়িয়া স্টেশন থেকে ছাড়ে ডাউন হাওড়া লোকাল। আবাদা স্টেশনে ওই লোকাল ট্রেনটি সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ ঢুকছিল। সেই সময় আচমকা দু’টি বগির মধ্যেকার কাপলার খুলে যায়। তার জেরে কয়েকটি কামরা ট্রেনের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। চালক ট্রেন থামিয়ে দেন। কেউ হতাহত না হলেও এমন পরিস্থিতির জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কেএস আনন্দ জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। যাত্রীদের অন্য ট্রেনে তুলে তাঁদের হাওড়া স্টেশনের উদ্দেশে পাঠানো হয়। রেলের দাবি, কাপলার খুলে যাওয়া ওই লোকাল ট্রেনটি মাঝের লাইন দিয়ে যাচ্ছিল। ফলে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি।