Lok Sabha Election 2024

গুপো সন্দেশ: মিলল সমিতির রেজিস্ট্রেশন

সংগঠনের রেজিস্ট্রেশনের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়। বুধবার সেই রেজিস্ট্রেশন সমিতির হাতে এল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বলাগড় শেষ আপডেট: ৩১ মে ২০২৪ ০৮:৪৭
Share:

গুপ্তিপাড়ার গুঁফো বা গুপো সন্দেশ। ছবি: বিশ্বজিৎ মণ্ডল।

দীর্ঘদিন ধরে হুগলির গুপ্তিপাড়ার বিখ্যাত গুঁফো বা গুপো সন্দেশের জিআই (জিয়োগ্রাফিকাল ইন্ডিকেশন) তকমার দাবি উঠছিল। এ ব্যাপারে প্রথামাফিক আবেদনের জন্য ৪৮ জন বিক্রেতা ও ব্যবসায়ীদের নিয়ে গুপ্তিপাড়া ২ পঞ্চায়েতের উদ্যোগে সম্প্রতি তৈরি হয় ‘গুপ্তিপাড়া গুপো সন্দেশ উন্নয়ন সমিতি’। সংগঠনের রেজিস্ট্রেশনের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়। বুধবার সেই রেজিস্ট্রেশন সমিতির হাতে এল। এর ফলে ওই সন্দেশের জিআই স্বীকৃতির জন্য আবেদন করতে আর বাধা রইল না।

Advertisement

সমিতির সদস্য সংখ্যা ৫৫ জন। কমিটি চালাতে ৯ জনকে দায়িত্বে রাখা হয়েছে। সংগঠনের সম্পাদক অতনু কর্মকার বলেন, ‘‘এ বার সমিতির প্যান কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট
তৈরি করে দিন সাতেকের মধ্যে জিআই-এর জন্য আবেদন করব। আশা করি, দ্রুত পাব।’’

জনশ্রুতি বলছে, এই মিষ্টি তৈরির ছানার কারবারিদের বাস ছিল বেহুলা এলাকায়। তাদের হাতেই তৈরি হয় মাখা সন্দেশ। কিন্তু মাখা সন্দেশ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই এতে পাক দিয়ে তৈরি হয় গুফোঁ বা গুপো সন্দেশ। দু’টি সন্দেশ জুড়ে তৈরি হয় বলে অনেকে একে জোড়া সন্দেশও বলেন। এই সন্দেশের জিআই স্বীকৃতির জন্য গবেষণায় সহযোগিতা করছেন স্থানীয় ইতিহাস চর্চাকারী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এ বার জিআই-এর জন্য কেন্দ্রের কাছে আবেদন করবে সমিতি। স্বীকৃতি পেলে এই সমিতিই মিষ্টিটির যাবতীয় দেখভাল করবে। এর ফলে ভবিষ্যতে বিশ্বের দরবারে গুপ্তিপাড়ার নাম উজ্জ্বল হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement