মুখ্যসচিব মনোজ পন্থ। —নিজস্ব চিত্র।
দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। শুক্রবার হাওড়ার বালি জগাছা ব্লকের নিশ্চিন্দা তরুণ সঙ্ঘ মাঠের ক্যাম্পে এসেছিলেন তিনি। বেশ কিছু ক্ষণ ধরে শিবির পরিদর্শন করে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন মুখ্যসচিব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আদিবাসী উন্নয়ন দফতরের সচিব ছোটেন লামা, জেলাশাসক দীপাপ প্রিয়া পি প্রমুখ। সরকারি তথ্য অনুযায়ী, বিভিন্ন বিষয়ে আবেদন জানিয়ে ২৯ জানুয়ারি পর্যন্ত শিবিরে মোট ১ লক্ষ ১৮ হাজার ৪৬৭টি আবেদন জমা পড়েছে। ইতিমধ্যেই পরিষেবা পেয়ে গিয়েছেন ৪৯ হাজার ৪০০ জন।
প্রশাসনিক সূত্রে খবর, এ বারের শিবিরে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, আনন্দধারা প্রকল্পে মাইক্রো ক্রেডিট ব্যবস্থার ক্ষেত্রে। এর মাধ্যমে ২২৯টি স্বনির্ভর গোষ্ঠী তাদের পণ্য সরাসরি শিবির থেকে বিক্রি করার সুযোগ পাবে।
৩০ জানুয়ারি দুপুর ৩টে অবধি শিবিরে মোট ৩ লক্ষ ২৫ হাজার ৫০০ জন এসেছিলেন। এর মধ্যে বৃহস্পতিবারেই (দুপুর ৩টে পর্যন্ত) এসেছিলেন ৬৫ হাজার ৪৮১ জন। ওই দিনে সবচেয়ে বেশি জনসমাগম হয়েছিল ৪টি সামাজিক প্রকল্পে। শীর্ষস্থানে রয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা (২৭ হাজার ৬৯৮ জন)। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ও বার্ধক্য ভাতার শিবিরে এসেছিলেন যথাক্রমে ১২ হাজার ৯৭১ ও ১২ হাজার ৭৮৬ জন। স্বাস্থ্যসাথী প্রকল্পের তাঁবুতে এসেছিলেন ৬ হাজার ৮৫২ জন।
গত ২৪ জানুয়ারি থেকে রাজ্যে শুরু হয়েছিল নবম বারের দুয়ারে সরকার শিবির। তার পর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত হাওড়ায় মোট ৬২৪টি শিবির হয়েছে। যার মধ্যে ১৩০টি ছিল ভ্রাম্যমাণ। উল্লেখ্য, এখনও পর্যন্ত হাওড়া জেলায় মোট ৩ হাজার ৯৫৯টি দুয়ারে সরকার শিবির আয়োজিত হয়েছে।