Howrah

বধূর দেহ উদ্ধারে তপ্ত হাওড়ার গ্রাম, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ পড়শি যুবকের বিরুদ্ধে

রাজ্য সড়কের উপর বধূর দেহ রেখে চলল বিক্ষোভ। পড়শি যুবকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে শাস্তির দাবি জানালেন গ্রামবাসীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২৯
Share:

প্রতীকী ছবি।

বধূর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক ‘তৈরি’র অভিযোগ আগেই উঠেছে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। তা নিয়ে পরিবারে অশান্তিও চলছিল। ওই বধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল হাওড়ার জয়পুরে। রাজ্য সড়কের উপর বধূর দেহ রেখে চলল বিক্ষোভ। পড়শি যুবকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে শাস্তির দাবি জানালেন গ্রামবাসীরা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই বধূর দেহ উদ্ধার হয়। তার পর থেকে তপ্ত হয়ে ওঠে গোটা গ্রাম। জয়পুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের অভিযোগ, স্থানীয় এক যুবক ‘চাপ দিয়ে’ বধূর সঙ্গে সম্পর্ক রাখতেন। শুধু তা-ই নয়, বধূর স্বামীকেও হুমকি দিতেন। এই পরিস্থিতিতে মানসিক অশান্তির জেরেই বধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের।

শনিবার বিকেলে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই জয়পুর-বাগনান রাজ্য সড়কের জাটি পুকুরের কাছে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। অবরোধের জেরে বেশ কিছু ক্ষণ যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত যুবককে গ্রেফতারের আশ্বাস দিলে উঠে যায় অবরোধ-বিক্ষোভ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত যুবক পলাতক। এই ঘটনা নিয়ে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement