অমরের ছোটবেলা থেকেই লতার গান শুনতে ভাল লাগত। নিজস্ব চিত্র।
লতা মঙ্গেশকরকেই মায়ের সমান আসনে বসিয়েছিলেন জগতবল্লভপুরের মাজুর বাসিন্দা অমর বিলুই। তাই গায়িকার মৃত্যুর পর হিন্দু শাস্ত্র মতে পরলৌকিক ক্রিয়া করলেন হাওড়ার অমর । জগৎবল্লভপুরের মাজু গ্রামে একটি ছোটো দর্জি দোকানের মালিক বছর পঞ্চান্নর অমরের ছোটবেলা থেকেই লতার গান শুনতে ভাল লাগত। বড় হয়ে দর্জির দোকান করার পরে সারাদিন দোকানে বাজাতেন লতা মঙ্গেশকরের গান।
মাজুর বাসিন্দা অশোক সিংহ বলেন, ‘‘অমর বাবু দোকানে যেখানে বসে কাজ করতেন সেখানেই নিজের মাথার ওপরে লাগিয়েছিলেন লতার একটি ছবি। ছোটবেলা থেকেই দোকানে লতা-র গান শুনতেন। কয়েক বছর আগে মাতৃবিয়োগ হয় অমর বাবুর। ভক্তিতে শ্রদ্ধায় লতা-কেই মায়ের সমান আসনে বসান তিনি।’’ অমর জানান, লতা-র মৃত্যুর পর তিনি সাত দিনের অশৌচ পালন করেছেন।
বৃহস্পতিবার ঘাটের কাজ করে শুক্রবার বিধিমতে করবেন শ্রদ্ধানুষ্ঠান। এমনকি তারপরের দিন করবেন নিয়মভঙ্গের অনুষ্ঠান। সেদিন অতিথি আপ্যায়নের ব্যাবস্থাও করেছেন। নিজের বাড়িতেই প্যান্ডেল করেছেন। অতিথিদের ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে। অমর আরও জানান, জন্মদাত্রী মায়ের বেলায় যেমনভাবে পারলৌকিক কাজকর্ম করেছিলেন, এবারে ‘মানস মা’-র বেলায়ও সেইভাবেই হবিষ্যান্ন ভোজন করেছেন। বাড়িতে সকাল থেকেই মাইকে বাজছে লতা মঙ্গেশকরের গান।